BRAKING NEWS

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফোরাম গঠিত গুচ্ছ সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আজ আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে রাজ্যের সাংবাদিদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিস্তারিত আলোচনা হয়৷ আলোচনার পর বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়৷ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ফোরাম ফর প্রোটেকশন অব জার্নালিস্টস’ নামে একটি মঞ্চ গঠন করা হয়৷ এই মঞ্চের আহ্বায়ক হয়েছেন সাংবাদিক প্রণব সরকার৷ কমিটির বাকি সদস্যরা হলেন, রাজ্যের সাংবাদিকদের সবক’টি সংগঠনের সভাপতি এবং সম্পাদকরা৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েচে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার প্রতিবাদে আগামী ২৫শে নভেম্বর শনিবার বিকেল ৪টায় একটি প্রতিবাদ মিছিল আগরতলা রবীন্দ্রভবন প্রাঙ্গন থেকে বের হবে৷ মিছিলে যোগদানের জন্য সাংবাদিক, অসাংবাদিক কর্মী, হকার এবং শিল্পী বুদ্ধিজীবীদের কাছে আহ্বান জানানো হয়েছে৷ বৈঠক থেকে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের হত্যার তদন্তভার দ্রুত সিবিআই’কে হস্তান্তর করার দাবী জানানো হয়েছে৷ এছাড়া নিহত সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের আততায়ীদের সর্বোচ্চ সাজা প্রদান ও নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়েছে৷ পাশাপাশি নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ছেলে ও মেয়ের পড়াশুনার সব দায়িত্ব এবং পড়াশুনা শেষে সরকারি চাকরীর নিশ্চয়তা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে৷ বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এক স্মারকলিপি প্রদান করা হবে৷ এছাড়া জাতীয়স্তরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের দৃষ্টিতে বিষয়গুলো নিয়ে যাওয়া হবে৷ সাংবাদিক হত্যার প্রতিবাদে রাজ্য সরকারের সব ধরনের আথিতিয়তা সব অংশের সাংবাদিকরা বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠক বর্ষীয়ান সম্পাদক সুবল কুমার দে, অরুণ নাথ, জয়ন্ত ভট্টাচার্য ও দিবাকর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন৷ এছাড়া রাজ্যের বিভিন্ন সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *