BRAKING NEWS

প্রথমে ব্যাট করতে ২০৫ রান করল শ্রীলঙ্কা, দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১১ রান

নাগপুর, ২৪ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে ২০৫ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ভারতীয় বোলিং আক্রমণের সামনে চন্ডীমল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন অশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। চন্ডীমল আউট হন ৫৭ রান করে। এরপর লাকমল ফিরে যান ইশান্তের বলে। হেরাতকে আউট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন অশ্বিন। অশ্বিন ৬৭ রানে ৪ উইকেট এবং জাদেজা ও ইশান্ত তিনটি করে উইকেট নিয়েছেন। নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার শুরুটা হল খুবই নড়বড়ে। ২০ রানে প্রথম ও ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ৪৭। লাঞ্চের পর আরও একটি উইকেট হারিয়েছে তারা।
শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন ইশান্ত শর্মা। তাঁর বলে আউট হন সমরাবিক্রম (১৩)। লাঞ্চের আগে থিরিমানেকে ফেরান অশ্বিন। থিরিমানে করেন ৯ রান। লাঞ্চের পর রবীন্দ্র জাদেজার বলে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১০)। ৬০ রানে তৃতীয় উইকেটের পতন হয় শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন করুণারত্নে ও চন্ডীমল। করুণারত্নে দুবার আউট হতে গিয়েও বেঁচে যান। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার খেলে প্রথম দিনের শেষপর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ১১ রান তুলেছে। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। পিচে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *