BRAKING NEWS

পশ্চিমাঞ্চলীয় ইরানে ৪.৩ তীব্রতার ভূকম্পন, আহত অন্তত ৩৬

তেহরান, ২৪ নভেম্বর (হি.স.): সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরাক-ইরান সীমান্ত| ইরাক-ইরান সীমান্ত বরাবর ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমাঞ্চলীয় ইরান| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩| জোরালো ভূমিকম্পে আহত হয়েছে অন্তত ৩৬ জন| ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভত হয়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে|
লোরেস্তান প্রদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট অরগানাইজেশন আধিকারিক রেজা আরায়ে জানিয়েছেন, ভূকম্পন অনুভূত হওয়ার প্রাণভয়ে-আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আহত হয়েছেন বেশ কয়েকজন| বেসরকারি সূত্রের খবর, ভূকম্পনে অন্তত ৩৬ জন আহত হয়েছেন|
উল্লেখ্য, সম্প্রতি ৭.৩ তীব্রতার ভয়াবহ ভূকম্পন অনুভূত হয় ইরাক-ইরান সীমান্তে| ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৩০ জনের| আহত হয়েছিলেন অন্তত ৯,০০০ মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *