BRAKING NEWS

চৌবাগায় জুতো কারখানায় বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক ইএম বাইপাসের কাছে চৌবাগায়| শুক্রবার সকাল ১০টা নাগাদ ইএম বাইপাসের চৌবাগা এলাকায় অবস্থিত একটি জুতো কারখানায় বিধ্বংসী আগুন লাগে| জুতো কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের মোট ৭টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ১০টা হবে, ইএম বাইপাসের চৌবাগা এলাকায় অবস্থিত একটি জুতো কারখানায় বিধ্বংসী আগুন লাগে| কারখানার ভিতরে গলগল করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রথমে আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ৩টি ইঞ্জিন| কিন্তু, ক্রমশ আগুন ভয়াবহ রূপ নিতে থাকায় পরে দমকলের আরও ৪টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে আসে| ওই জুতো কারখানার চারপাশে জনবসতি এবং অন্যান্য কারখানা থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা| তবে, দমকলের ৭টি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, জুতো কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলেই সম্ভবত আগুন লেগেছে| ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *