BRAKING NEWS

খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে মুখমন্ত্রীকে চিঠি শুভ্রাংশুর

কলকাতা, ২৪ নভেম্বর, ( হি.স.): কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি৷ এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে সেই আশঙ্কার কথা প্রকাশ করলেন মুকুল তনয়, তৃণমূলের বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়৷ সূত্রের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রীর কাছে নিজের বিধানসভা এলাকায় ‘সমাজ বিরোধী কার্যকলাপ’ বৃদ্ধির পাওয়ার বিষয়ে দলের একাংশের বিরুদ্ধেই মদতের অভিযোগ এনে আশঙ্কা প্রকাশ করেছেন, ‘দিদি দেখবেন, আমার অবস্থা যেন বিকাশ কাকুর মতো না হয়’৷
বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য শুরু হয়েছে ৷ প্রসঙ্গত, মুকুল রায় বি জে পিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর পুত্রকে কোনঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের অন্দরে৷ ইতিমধ্যেই তাঁর এলাকায় তৃণমূলের ধস ঠেকাতে বিশেষ দায়িত্বে বর্তেছে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অজুর্ন সিংয়ের উপরে ৷ জেলা রাজনীতিতে অজুর্ন-মুকুল বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত ৷ শুধু অজুর্ন সিং-ই নয়, প্রকাশ্যেই শুভ্রাংশুকে আক্রমণ করতে দেখা গিয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও ৷
কয়েকদিন আগে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও শুভ্রাংশ জানিয়েছিলেন যে দলের একাংশ তাঁকে নানা ভাবে উত্যক্ত করছেন৷ তাঁকে কোনঠাসা করার চেষ্টা হচ্ছে ৷ এহেন আক্রমণ বন্ধ করার আর্জিও জানিয়েছিলেন তিনি ৷ যদিও বাস্তবে দেখা গিয়েছে, তারপর থেকেই বীজপুরের বিধায়ককে আরও বেশি আক্রমণ করতে শুরু করেন এলাকার সদ্য দায়িত্ব পাওয়া ভাটপাড়ার বিধায়ক অজুর্ন সিং ৷
দলীয় সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী লেখা চিঠিতে শুভ্রাংশ লিখেছেন, ‘দিদি, আমার শরীর খুবই খারাপ৷ চিকিৎসকের পরামর্শ কয়েকদিন রেস্টে রয়েছি৷ কিন্তু আমার ভীষণ ভয় করছে৷ দেখবেন, আমার অবস্থা যেন বিকাশ কাকুর মতো না হয় ‘৷ কে এই ‘বিকাশ কাকু’ ? দলীয় সূত্রের খবর, নোয়াপাড়ার তৃণমূল নেতা ছিলেন বিকাশ বসু ৷ ২০০০ সালে তিনি খুন হয়েছিলেন ৷ ঘটনার পর উত্তর ২৪ পরগণারই এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে বিকাশবাবুকে খুন করার অভিযোগ উঠেছিল ৷ এই অভিযোগ করেছিলেন নিহত বিকাশবাবুর স্ত্রী মঞ্জু বসু ৷ যদিও স্বামী মারা যাওয়ার পর দলীয় টিকিটে মঞ্জুদেবীকে সেখান থেকে বিধায়ক করা হয়৷ তবে ওই খুনের ঘটনার এখনও কোনও কিনারা হয়নি ৷
বিরোধীরা বারংবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করেছেন৷ এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে একই আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে মুকুল তনয়কে৷ সূত্রের খবর, চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘দলের একাংশের মদতেই এলাকায় সমাজবিরোধীদের দাপট বাড়ছে’৷ রাজনৈতিক মহলের মতে, কেন এমন আশঙ্কা করছেন শুভ্রাংশু ? প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ট মহলে শুভ্রাংশু জানিয়েছেন, তিনি তৃণমূলেই থাকছেন, বারংবার একথা বলার পরও ‘বাবা’ দলত্যাগ করার পর থেকেই তাঁকে সবসময় সন্দেহের চোখে দেখা হচ্ছে৷ বিভিন্ন মাধ্যমে বিকাশ বসুর ঘটনার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে৷ তাই এমন আশঙ্কা ৷ যদিও তৃণমূলের একটি অংশের মতে, সবটাই মুকুল রায়ের ‘গেম প্ল্যান৷’’ নিজে বি জে পি-তে গেলেও ছেলেকে এখনও তৃণমূলে রেখে দিয়েছেন৷ বীজপুরের তৃণমূল বিধায়কের মাধ্যমে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য তৃণমূলের একাংশকে দায়ী করিয়ে আদতে তৃণমূলেরই মুখ পোড়ানোর কাজে নেমেছেন স্বয়ং মুকুল রায় ৷
পরিস্থিতি যাই হোক, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা মুকুল তনয়ের এহেন চিঠির জেরে রাজ্যের শাসকদলের বিড়ম্বনা যে আরও বাড়ল, তা এক বাক্যে মেনে নিচ্ছে সব মহলই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *