BRAKING NEWS

একই দিনে দু’বার লাইনচ্যুত ভারতীয় রেল, ওডিশায় বেলাইন মালগাড়ির ১৪টি বগি

ভুবনেশ্বর ও লখনউ, ২৪ নভেম্বর (হি.স.): একই দিনে পরপর দু’বার লাইনচ্যুত হল ভারতীয় রেল| শুক্রবার ভোরে উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি| ভয়াবহ এই রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের| আহত হয়েছেন কমপক্ষে ৯ জন| উত্তর প্রদেশে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ওডিশায় বেলাইন হয়ে গেল মালগাড়ির ১৪টি বগি| পূর্ব কোস্ট রেলওয়ের মুখপাত্র জে পি মিশ্র জানিয়েছেন, শুক্রবার সকাল ৫.৫৫ মিনিট নাগাদ কটক থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গোরকনাথ এবং রঘুনাথপুরের মাঝে, বনবিহারি গোয়ালিপুর পিএইচ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় পারাদ্বীপ-কটক মালগাড়ির ১৪টি বগি| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পূর্ব কোস্ট রেলওয়ের মুখপাত্র জে পি মিশ্র আরও জানিয়েছেন, পারাদ্বীপ থেকে কয়লা নিয়ে কটক অভিমুখে যাচ্ছিল মালগাড়িটি| শুক্রবার সকাল ৫.৫৫ মিনিট নাগাদ মালগাড়িটি বেলাইন হয়ে যায় পারাদ্বীপ থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে| রেল দুর্ঘটনার পরই নিকটবর্তী স্টেশনে খবর দেন মালগাড়ির গার্ড| কি কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে| রেল দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে ক্রেনের সাহায্যে মালগাড়ির ২টি বগি রেললাইনে তোলা হয়|
শুক্রবারই ভোর ৪.১৮ মিনিট নাগাদ উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় গোয়ার ভাস্কো ডা গামা থেকে পাটনা অভিমুখী ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি| শুক্রবার ভোরের এই রেল দুর্ঘটনায় ৬ বছর বয়সি একটি শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৯ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *