BRAKING NEWS

উত্তর প্রদেশে বেলাইন ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস, দুঃখপ্রকাশ যোগী আদিত্যনাথের

লখনউ, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি লাইনচ্যুত ও রেল দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| শুক্রবার ভোর ৪.১৮ মিনিট নাগাদ উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি| ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৯ জন|
মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| পাশাপাশি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি| এখানেই শেষ নয়, মৃতদের পরিবারপিছু উত্তর প্রদেশ সরকারের তরফে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে| উত্তর প্রদেশ সরকার সূত্রের খবর, ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০,০০০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে|
রেল সূত্রের খবর, শুক্রবার ভোর ৪.১৮ মিনিট নাগাদ গোয়ার ভাস্কো ডা গামা থেকে পাটনা অভিমুখী ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়| উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চিত্রকূট জেলার মানিকপুর রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি| শুক্রবার ভোরের এই রেল দুর্ঘটনায় ৬ বছর বয়সি একটি শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৯ জন| এলাহাবাদ জোনের এডিজি এসএন সাওয়াত জানিয়েছেন, রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে দু’জনকে শণান্ত করা গিয়েছে| তাঁরা হলেন, বিহারের বেতিয়া জেলার বাসিন্দা রাম স্বরূপ ও তাঁর ছেলে দীপক প্যাটেল (৬)| আর এক জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে| এডিজি (আইন ও শৃঙ্খলা) আনন্দ কুমারের মতে, সম্ভবত রেললাইনে ফাটল থাকার কারণেই বেলাইন হয়ে গিয়েছে ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি|
শুক্রবার ভোরের এই রেল দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল| টুইট করে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘মানিকপুর রেল স্টেশনের কাছে ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা|’ রেল দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল মন্ত্রক| রেল মন্ত্রক সূত্রের খবর, ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে|
উল্লেখ্য, চলতি বছরে একাধিকবার বেলাইন হল ভারতীয় রেল| চলতি বছরের জানুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল অন্ধ্রপ্রদেশ জগদলপুর হীরকখণ্ড এক্সপ্রেস| এই রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪১ জন, জখম হয়েছিলেন অন্তত ৭০ জন| এরপর গত ১৯ আগস্ট উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়েছিল উত্কল এক্সপ্রেস, মৃত্যু হয়েছিল ২২ জনের| তারপর গত ২৩ আগস্ট উত্তর প্রদেশের ঔরাইয়া জেলায় লাইনচ্যুত হয়ে যায় দিল্লিগামী কৈফিয়াত্ এক্সপ্রেসের ৯টি কামরা| একটি কামরা অবশ্য উল্টে যায়| ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অন্তত ৭৪ জন যাত্রী| এখানেই শেষ নয়, আগস্ট মাসের ২৯ তারিখ মহারাষ্ট্রের তিতওয়ালা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ১২২৯০ নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৯টি বাতানুকূল কামরা| ওই রেল দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন| তবে মৃত্যুর কোনও খবর নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *