BRAKING NEWS

আবার সাফল্য পেল এসটিএফ, শিয়ালদহ স্টেশনের সন্নিকটে ধৃত সন্দেহভাজন এক আল-কায়দা জঙ্গি

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): শিয়ালদহ স্টেশনের সন্নিকটে জগত্ সিনেমার কাছ থেকে সন্দেহভাজন এক আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)| ধৃত সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির নাম হল, মহম্মদ শাহদাত হোসেন ওরফে বাবু (২৬)| ধৃতের বাড়ি বাংলাদেশের যশোরে| শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের দল সন্দেহভাজন এই আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে| ধৃত সন্দেহভাজন জঙ্গিকে শুক্রবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে|
সম্প্রতি কলকাতায় আল-কায়দার মডিউলের খোঁজ পায় স্পেশাল টাস্ক ফোর্স| গ্রেফতার করা হয় তিন জনকে| তাদেরকে জেরা করে শাহদাত হোসেনের খোঁজ পান তদন্তকারীরা| প্রাথমিকভাবে জানা গিয়েছে, শাহদাত হল একজন দালাল| সামসাদ মিঞা ও রিয়াজুলকে বাংলাদেশে পাঠানোর পিছনে তারই হাত রয়েছে| সে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম (এবিটি)-এর সদস্য|
উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখ কলকাতা স্টেশন থেকে আনসার বাংলা টিম (এবিটি)-এর তিন সদস্যকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)| ধৃতদের কাছ থেকে আল-কায়দা সংক্রান্ত প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে| যার মধ্যে আছে বেশ কিছু বই| এছাড়াও ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে কাগজ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *