/২৮শে নভেম্বর প্রথম কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, বিরম্বনায় মমতা

২৮শে নভেম্বর প্রথম কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, বিরম্বনায় মমতা

কলকাতা, ২৩ নভেম্বর ( হি.স.) : একদিন যার নাম শুনে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে উঠেছিল তার, ভাগ্যের পরিহাসে সেই তাকেই এখন সংবর্ধনা দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হিসাবে এটাই তাঁর প্রথম রাজ্য সফর । অথচ, রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করতেই বিজেপি র বিরুদ্ধে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নেদারল্যান্ডস যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে নেমে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম শুনে ক্ষোভে ফেটে পড়েছিলেন সেদিন মমতা । বলেছিলেন, ‘রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত । নইলে দেশে আরও বড় বড় দলিত নেতা রয়েছেন । একটা লোককে সমর্থন জন্য তাঁকে চিনতে হবে, জানতে হবে । এ কাকে প্রার্থী করল ‘?
সেদিন মমতার দাবি ছিল, এমন কাউকে প্রার্থী করা উচিত, যিনি দেশের কাজে নিয়োজিত হতে পারবেন। যেটা নাকি রামনাথ কোবিন্দ করতে পারবেন না । রাষ্ট্রপতি পদের জন্য তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় ছিলেন প্রণব মুখোপাধ্যায়, লালকৃষ্ণ আদবানি, এমনকী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও । তবে মমতা একথাও বলেছিলেন, যে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ যে কিছুই জানেন না, এমনটা তিনি মনে করেন না । তবে রামনাথ বি জে পি-র দলিত শাখার প্রেসিডেন্ট ছিলেন, তিনি কী করে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন বলে প্রশ্ন তুলেছিলেন মমতা । আর কোনও দলিত নেতা ছিল না,সেদিন প্রশ্ন ছিল মমতার। অথচ, আজকের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরপ্রদেশ থেকে দু’বার রাজ্যসভায় মনোনীত হন । পেশায় আইনজীবী কোবিন্দ দিল্লির আদালতে প্রেকটিস করেছেন। বিজেপি-র দলিত মোর্চার প্রাক্তন এই সভাপতি, সদস্য আর এস এস-এরও। অঙ্কের হিসাবেই কোবিন্দের নিরঙ্কুশ জয় হয় । তাই চক্ষুশুল মানুষটিকে সংবর্ধনা দিতে হবে মুখমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায়কে । ফলে এখন যথেষ্ট বিরম্বনায় মমতা ।
চলতি মাসের ২৮ তারিখ কলকাতায় আসছেন তিনি । প্রোটোকল অনুযায়ী, রাষ্ট্রপতি প্রথমবার কোনও রাজ্য সফরে গেলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় । ২৯ নভেম্বর রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এর আগে রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখোপাধ্যয়কেও সংবর্ধনা দেয় রাজ্য সরকার । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান স্যালুট দেওয়া হয় প্রণব মুখোপাধ্যায়কে । রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে ইতিমধ্যেই শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে । ৩০ নভেম্বর দিল্লি ফিরে যাবেন রাষ্ট্রপতি । গত ২৫ জুলাই দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রামনাথ কোবিন্দ । কে আর নারায়ণনের পর দ্বিতীয় দলিত যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা পান ।