BRAKING NEWS

ভারতে নয়, পয়লা ডিসেম্বর ইংল্যান্ডে মুক্তি পেতে চলেছে পদ্মাবতী

মুম্বই, ২৩ নভেম্বর (হি.স.) : বহু বিতর্কিত ছবি পদ্মাবতী আগামী পয়লা ডিসেম্বর ইংল্যান্ডে মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর সিনেমাটির সার্টিফিকেশনের আবেদন পত্রে ভুল থাকায় তা খারিজ করে দেয় সিবিএফসি। পুনরায় সিবিএফসি কাছে আবেদনপত্র জমা দেয় ছবি নির্মাতারা। পাশাপাশি তারা এও আবেদন করে সিনেমাটিকে দ্রুত সার্টিফিকেট দিতে। কিন্তু তা খারিজ করে দিয়ে প্রসূন জোশীর নেতৃত্বে থাকা সিবিএফসি জানায় ক্রমপর্যায় থাকা তালিকা মেনেই পদ্মাবতীকে সার্টিফিকেশন দেওয়া হবে। সিনেমাটিকে চটজলদি সার্টিফিকেশন দেওয়ার কোন বিশেষ ব্যবস্থা তারা করবে না। তাই আগামী পয়লা ডিসেম্বর ভারতের কোন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সঞ্জয়লীলা বনশালী পরিচালিত এবং দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত পদ্মাবতী। অন্যদিকে ইংল্যান্ডের ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশনের পক্ষ থেকে সিনেমাটিকে সবুজ সংকেত দেওয়া পরে সব বাঁধা কাটিয়ে উঠে আগামী পয়লা ডিসেম্বর ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে পদ্মাবতী।
এর ফলে কিছুটা হলেও স্বস্থি পেল সিনেমার নির্মাতারা। উল্লেখ্য পদ্মাবতী সিনেমাটি নিয়ে দেশের জনমানসে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পরিচালক সঞ্জয়লীলা বনশালী বিরুদ্ধে ইতিহাসকে বিকৃত করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের আরও দাবি ছবিতে রানি পদ্মিনীকে আপত্তিজনক পরিস্থিতিতে দেখানো হয়েছে। এতে করে রানি পদ্মিনীর গরিমাকে কুলশিত হয়েছে বলে দাবি। অন্যদিকে সিনেমাটি মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হবে বলে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি কার্নি সেনার পক্ষ থেকে বৃহস্পতিবার দাবি করা হয়েছে সিনেমাটিতে রদবদল করলেও রাজস্থান রাজ্যে তার কোন প্রদর্শন হতে দেবে না তারা। অন্যদিকে আর একটি সূত্রের দাবি ছবির নির্মাতারা জানিয়েছে ইংল্যান্ডে সিনেমাটি প্রদর্শনের ছাড়পত্র পেলেও তারা সিনেমাটি ইং ল্যান্ডে প্রদর্শিত করবে না। তাদের দাবি আগে ভারতের মাটি সিনেমাটি মুক্তি পাবে তারপর ইংল্যান্ডে দেখানো হবে সিনেমাটি। ১৯০ কোটি টাকা ব্যয় নির্মিতি পদ্মাবতী ১২-এ রেটিং দিয়েছে ব্রিটিশ সেন্সর বোর্ড। অর্থাৎ ১২ বছর বয়সের নীচে কোন শিশু সিনেমাটি দেখতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *