BRAKING NEWS

জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স): জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে। এবার প্রায় ৫০ বছরের পুরনো আয়কর আইনও বদলাতে মরিয়া নমো। ১৯৬১ সালের পর আয়কর ব্যবস্থায় এতদিন কোনও রকম পরিবর্তন হয়নি। গত সেপ্টেম্বরে আয়কর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে করেন নরেন্দ্র মোদী। তখনই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার কথা ভাবেন।
সূত্রের খবর, সাত সদস্যের টাস্ক ফোর্স পুরনো আয়কর আইন খতিয়ে দেখবে। এরপর ছ’মাসের মধ্যে নয়া প্রত্যক্ষ কর আইনের একটি খসড়া তৈরি করে কেন্দ্রকে জমা দিতে হবে তাঁদের। এক্ষেত্রে অন্যান্য দেশের কর ব্যবস্থাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স।
এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অরবিন্দ মোদী। কমিটিতে স্থায়ী আমন্ত্রিত হিসাবে থাকছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *