BRAKING NEWS

কিম-ট্রাম্প দ্বৈরথের মধ্যে উত্তর কোরিয়ার হয়ে সওয়াল কিউবার

হাভানা, ২৩ নভেম্বর (হি.স.) : বিগত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে চলা উত্তেজনার মধ্যে কিম জং উনের হয়েই সওয়াল করল কিউবা। কোরীয় উপকূলে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দুই দেশকেই আলোচনার টেবিলে বসা উচিত বলে দাবি করলেন কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদরিগো। বুধবার উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়াং হুয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদরিগো। বৈঠকের পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে কিউবার বিদেশমন্ত্রী ব্রুন রদরিগো উত্তর কোরিয়াকে সমর্থন জানিয়ে বলেন, আমেরিকার একার নির্দেশে ও ইচ্ছায় কোরীয় উপকূলে সমস্যা মেটার নয়। আমেরিকার এই একচ্ছত্র ও অন্যকে বাধ্যকারী আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বলেন, কোরীয় উপকূলে শান্তি ও স্থিতিশীল পরিবেশ কাম্য। কিন্তু তা প্রতিষ্ঠা করতে গেলে দুই দেশকেই আলোচনার টেবিলে বসা উচিত। কূটনৈতিক সমঝোতা ও আলোচনা এবং পাল্টা বিবৃতি মধ্যেই কোরীয় উপকূলে শান্তির বীজ লুকিয়ে আছে বলে তিনি মনে করেন।
এর পাশাপাশি আমেরিকার তথা পশ্চিমি দেশগুলির সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলেই কোরীয় উপকূলে শান্তি বিঘ্নিত হচ্ছে বলেন মনে করেন কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদরিগো। অন্যদিকে উত্তর কোরিয়া ও কিউবার ঐক্যের প্রসঙ্গে ব্রুনো রদরিগো বলেন, দুই সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী রাষ্ট্র কিউবা ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব আগামী দিনে আরও বেশি সুদৃঢ় হবে। উল্লেখ্য গত ২৩ শে সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উত্তর কোরিয়ার স্বপক্ষে সওয়াল করেছিলেন কিউবার বিদেশমন্ত্রী। পাশাপাশি পরমাণু বোমা সহ একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আন্তর্জাতিক মঞ্চে এক ঘরে হয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার। কিউবার এই দ্বার্থহীন সমর্থনের ফলে কিছুটা কূটনৈতিক অক্সিজেন পেল উত্তর কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *