হংকং ওপেন সুপার সিরিজে শেষ ষোলোয় সাইনা-সিন্ধু

হংকং, ২২ নভেম্বর (হি.স.) : সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু স্ট্রেট গেমে জয় পেলেও আটকে গেলেন পারুপাল্লি কাশ্যপ ও সৌরভ বর্মা৷
হংকং ওপেন সুপার সিরিজের প্রথম রাউন্ডে সাইনা হারান ডেনমার্কের মেট পলসেনকে৷ হারলেও বিশ্বের ৪৪ নম্বর ড্যানিশ তারকা এদিন দু’টি গেমেই কড়া টক্কর দেন প্রাক্তন বিশ্বের এক নম্বরকে৷ ৪৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জিতে নেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা৷ হায়দরাবাদির পক্ষে খেলার ফলাফল ২১-১৯, ২৩-২১৷ প্রি-কোয়ার্টারে পৌঁছলেন আর এক হায়দরাবাদি তথা রিও অলিম্পিকে রুপো জয়ী পিভি সিন্ধু৷ স্থানীয় লিউং য়ুয়েট য়ি-কে হেলায় হারিয়ে প্রথম রাউন্ডের গণ্ডি টপকে যান সিন্ধু৷ দ্বিতীয় বাছাই সিন্ধু মাত্র ২৬ মিনিটে প্রতিদ্বন্দ্বীকে ২১-১৮, ২১-১০ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন৷
দুই হায়দরাবাদি কন্যা জয় পেলেও পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে গেলেন পারুপাল্লি কাশ্যপ ও সৌরভ বর্মা৷ যোগ্যতাঅর্জন পর্বের বাধা টপকে মূলপর্বে জায়গা করে নেওয়া কাশ্যপ প্রথম রাউন্ডে তিন গেমের লড়াইয়ে হার মানেন কোরিয়ার লি ডং কেউনের কাছে৷ ২১-১৫ প্রথম গেম জিতলেও পরের দু’টি গেমে ভারতীয় তারকাকে হার মানতে হয় ৯-২১, ২০-২২ পয়েন্টে৷
কাশপ্য দু’টি গেমে লড়াই করলেও সৌরভ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিশেষ প্রতিরোধ গড়ে তুলত পারেননি৷ ইন্দোনেশিয়ার টমি সুজিয়ার্তর বিরুদ্ধে মাত্র আধ ঘণ্টায় ১৫-২১, ৮-২১ গেমে আত্মসমর্পণ করেন সৌরভ৷ এছাড়া মহিলা ডাবলসের প্রথম রাউন্ডে পরাজিত হয়েছে অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি জুটি৷ ভারতীয় জুটি ১১-২১, ২১-১৯, ১৯-২১ গেমে হার হজম করে চিনের হুয়াং ডংপিং ও লি ওয়েনমেই জুটির কাছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *