BRAKING NEWS

ক্রিকেটের নন্দনকানন ইডেনে বাইশ গজের লড়াই অমিমাংসিত

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : ক্রিকেটের নন্দনকানন ইডেনে বাইশ গজে তিন দিনেও নিষ্পত্তি হতে চলেছিল ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট৷ দিনের শেষে রোমাঞ্চ জাগিয়েও শেষরক্ষা হল না বিরাটদের৷ বৃষ্টিতে প্রথম দিন ভেস্তে যাওয়া ইডেন টেস্ট ড্র৷
এই টেস্ট থেকে ইডেন দর্শকদের প্রাপ্য বিরাট কোহলির সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি৷ ক্রিকেটের নন্দনকাননে সেঞ্চুরি’র হাফ-সেঞ্চুরি করে মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক৷ সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি অফ সেঞ্চুরি’জের অর্ধেক পথ অতিক্রম করলেন কোহলি৷ সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন বিরাটের রোমাঞ্চকর ব্যাটিং করে টেস্ট ক্রিকেটে ১৮তম সেঞ্চুরিপূর্ণ করলেন ভারত অধিনায়ক৷ সেই সঙ্গে টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে মোট ৫০টি শতরানের মালিক হলেন বিরাট৷
বিরাটের ব্যাটে ভর করে ইডেন টেস্টে শ্রীলঙ্কার সামনে ২৩১ রানের টার্গেট দেয় ভারত৷ ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক কোহলি৷ ১১৯ বলের ইনিংসে এক ডজন বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন বিরাট৷ আট উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ছেড়ে দেয় টিম কোহলি৷ প্রথম ইনিংস ১২২ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান৷ দু’জনে ১৬৬ রান তুলে ভারতকে ম্যাচে ফেরান৷ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ধাওয়ানের৷
রান তাড়া করতে গিয়ে শুরুতে জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা৷ মাত্র আড়াই ঘণ্টা সময়ে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা দিতে হল শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের৷ ২৭ ওভারে ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল চাঁদিমল অ্যান্ড কোং৷ ২৫ ওভার বাকি থাকলেও আলোর অভাবে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা৷ বল হাতে দুরন্ত ভুবনেশ্বর কুমার৷ ১১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার এই সুইং বোলার৷ দু’টি উইকেট নেন মহম্মদ শামি এবং একটি উইকেট উমেশ যাদবের দখলে৷ ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভুবি৷
তিন টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট শুক্রবার থেকে নাগপুরে৷ তিনটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে এবং তিনটি টি-২০ খেলবে শ্রীলঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *