BRAKING NEWS

প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল রাজধানী, ধোঁয়াশা ও দূষণ কমায় স্বস্তি

নয়াদিল্লি,১৮ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা থেকে মুক্তি দিতে স্বস্তির বৃষ্টি হল রাজধানীতে| রাতভর বৃষ্টিতে ধোঁয়াশা ও দূষণ কিছুটা কমায় স্বস্তি পেলেন দিল্লিবাসী| কেন্দ্রীয় দূষণ কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)-এর মতে, শুক্রবার সন্ধ্যা ৭.০০ মিনিট নাগাদ দিল্লি-এনসিআর-এর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৯, কিন্তু, শনিবার সকাল ১০.০০ মিনিট নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৮৮| সৌজন্যে অবশ্যই রাতভরের বৃষ্টি| বেসরকারি আবহাওয়া দফতর স্কাইমেট-এর অধিকর্তা মহেশ পালবাত জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে বাতাসে দূষণের পরিমাণ অনেকটাই কমেছে| ধীরে ধীরে দূষণের পরিমাণ আরও কমবে| বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশাচ্ছন্ন ছিল রাজধানী| নিঃশ্বাস নিতে যথেষ্ট কষ্ট হচ্ছিল| অবশেষে বহু প্রতীক্ষিত এই বৃষ্টি স্বস্তি দিল দিল্লিবাসীকে| আবহবিদরা মনে করছেন, রাতভরের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে| মুক্তি পাওয়া যাবে অস্বস্তিকর পরিবেশ থেকে|
মাত্রাতিরিক্ত ধোঁয়াশার কারণে কার্য়ত নাভিশ্বাস হয়ে উঠেছিল দিল্লিবাসীর| দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওযায় রেল পরিষেবা ব্যহত হয়েছিল| প্রতিদিনই দেরিতে চলেছে বহু ট্রেন, এমনকি বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে| ধোঁয়াশা ও দূষণ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল জাতীয় গ্রিন ট্রাইৱুনাল এবং সুপ্রিম কোর্ট| অবশেষে রাতভরের বৃষ্টি ধোঁয়াশা ও দূষণ থেকে মুক্তি দিল দিল্লিবাসীকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *