BRAKING NEWS

উত্তর কোরিয়া এক সৈনিকের পেট থেকে উদ্ধার ১১ ইঞ্চি পরজীবী পোকা

সিওল, ১৮ নভেম্বর (হি.স.) : কথায় কথায় যে দেশের সর্বাধিনায়ক আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়াকে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই দেশেরই এক সৈনিকের পেট থেকে ১১ ইঞ্চি বা ২৭ সেন্টিমিটার লম্বা প্যারাসাইট বা পরজীবী শ্রেণীর পোকা উদ্ধার করল দক্ষিণ কোরিয়ার চিকিৎসকরা। সূত্রের খবর অনুযায়ী উত্তর কোরিয়ায় চরম নিপীড়ন সহ্য করতে না পেরে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢোকার চেষ্টা করে এক সৈনিক। সেই সময় উত্তর কোরিয়ার সেনাবাহিনী তাঁকে গুলি করে। আহত অবস্থা উত্তর কোরিয়ার সেই সৈনিককে উদ্ধার করে দক্ষিণ কোরিয়া। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তার পেট থেকে ১১ ইঞ্চি বা ২৭ সেন্টিমিটার লম্বা প্যারাসাইট শ্রেণীর পোকা বের করে। পরে চিকিৎসকদের তরফে দাবি করা হয় প্রায় একগুচ্ছ একই ধরণের প্যারাসাইট শ্রেণীর পোকা ওই সৈনিকে পেট থেকে উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত অপরিচ্ছন্ন ও অপুষ্টি জন্য ওই সৈনিকের পাচনতন্ত্রে প্যারাসাইট হয়েছিল বলে চিকিৎসকরা দাবি করেন।
পাশাপাশি শল্য চিকিৎসক লি কুক জং বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে অস্ত্রোপচার করছি। কিন্তু এইরকম জিনিস একমাত্র আমি ডাক্তারির বইতেই দেখতে পেয়েছি।’ সূত্রের খবর চিকিৎসকরা জনৈক ওই উত্তর কোরীয় সৈনিকের নিতম্ভ, কাঁধ, হাঁটুসহ শরীরের একাধিক জায়গা থেকে গুলি বের করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া এক স্বাস্থ্য আধিকারিকের মতে ৪০ থেকে ৫০ বছর আগে অভিবক্ত কোরিয়ায় মানুষের পেটে প্যারাসাইট পাওয়াটা খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে তা একেবারে অবলুপ্ত হয়ে যায়। এদিকে ওই উত্তর কোরীয় সৈনিকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
অন্য আর একটি সূত্রের খবর উত্তর কোরীয় কৃষকরা রাসায়ণিক সারের জায়গায় মানুষের বিষ্ঠাকে সারের কাজে ব্যবহার করত। তার থেকেই হয়তো ওই সৈনিকের পেটে প্যারাসাইট পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *