বাংলাদেশে এক্সপ্রেস ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, হতাহত ২

ঢাকা, ১৬ নভেম্বর (হি.স.): বাংলাদেশের দিনাজপুরে এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ট্রাক চালকের| বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি লেভেল ক্রসিংয়ে| মৃত ব্যক্তির নাম হল, বিপ্লব| সাত সকালে এই দুর্ঘটনার জেরে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে|
রেল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল| ভোর তখন ৫টা হবে, বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে পৌঁছলে আটকে পড়া একটি ট্রাকে ধাক্কা মারে ট্রেনটি| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ট্রাক চালক বিপ্লব| এছাড়াও আহত হয়েছেন ট্রাকের খালাসি| ট্রেনের ধাক্কায় ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে|
পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মণিরুল ইসলাম জানিয়েছেন, সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| দীর্ঘক্ষণ চেষ্টার পর রেললাইনের ওপর থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকটিকে সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *