দেড় হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : আর্থিক বেহাল দশার জন্য কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও চূড়ান্ত হয়নি৷ ফলে আপাতত প্রতিদিনের খরচ মেটাতে গিয়েই হিমসিম খেতে হচ্ছে এই উড়ান সংস্থাকে৷ ফলে কার্যকরী মূলধন আনতে ব্যাংক ঋণের দিকে ঝুঁকেছে এই সংস্থা৷ এয়ার ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে এবারে অপর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাংক অফ ইন্ডিয়া ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ৷ এই নিয়ে গত কয়েক মাসে মধ্যে দ্বিতীয়বার কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ পেল এয়ার ইন্ডিয়া৷ এর আগে ইন্ডাসইন্ড ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্বল্পমেয়াদী মোট ৩২৫০ কোটি টাকা ঋণ নিয়েছে এয়ার ইন্ডিয়া৷ আগের বার ঋণ পেতে সেপ্টেম্বরে ঋণের জন্য টেন্ডার দেওয়া হয়েছিল৷ এবারের ঋণ পেতে আবার ১৮ অক্টোবর ঋণ পাওয়ার লক্ষে টেন্ডার দেয় সরকারি উড়ান সংস্থাটি৷ এবারের টেন্ডারে বলা হয়েছিল, জরুরি কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে তাদের ১৫০০ কোটি টাকা স্বল্পমেয়াদী ঋণ প্রয়োজন এবং সরকার যার গ্যারান্টার হিসেবে থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *