BRAKING NEWS

পদ্মাবতীর উপর নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : স্বস্তি পেল পদ্মাবতী সিনেমার নির্মাতারা। রাজপুত রানী পদ্মাবতীর জীবনীকে ভুল ভাবে সিনেমায় ব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেন রাজস্থানের একাধিক রাজপুত সংগঠন। সেই মর্মে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়।
শুক্রবার পদ্মাবতী সিনেমা প্রদর্শন কারার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তার ফলে আগামী পয়লা ডিসেম্বর গোটা দেশজুড়ে পদ্মাবতী সিনেমার মুক্তির ক্ষেত্রে আর কোন বাঁধা রইল না। উল্লেখ্য দীর্ঘদিন ধরে পদ্মাবতী সিনেমা নিয়ে গোটা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। রাজস্থানের একাধিক রাজপুত সংগঠনের দাবি সিনেমায় রানী পদ্মিনীর ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে। ইতিহাসকে মান্যতা না দিয়ে পরিচালক সঞ্জয়লীলা বনসালী রানী পদ্মাবতীর জীবনীকে ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। তার ফলে রাজপুতদের ভাবাবেগের আঘাত পেয়েছে। উল্লেখ্য এর আগে পদ্মাবতীর প্রদর্শন বন্ধ করার জন্য রাজস্থানের বিভিন্ন প্রেক্ষাগৃহকে হুমকিও দেওয়া রাজপুত সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্টে পরিচালক সঞ্জয়লীলা বনশালী দাবি করেছেন সিনেমায় রানী পদ্মিনীর সাহসিকতাকে পূর্ণভাবে মর্যাদা দেওয়া হয়েছে। উল্লেখ্য রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোণ ও আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *