BRAKING NEWS

১০০০ ছেলেমেয়েকে বিনামূল্যে মিড-ডে খাওয়াবেন ঐশ্বর্যা

থানে, ৭ নভেম্বর (হি.স.): আগামী এক বছর স্কুলের ১০০০ ছেলেমেয়েকে বিনামূল্যে মিড-ডে খাওয়াবেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ৪৪তম জন্মদিনে শিশুদের জন্যে এই উপহার ঐশ্বর্যার।

জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস বা ইস্কনের অধীনস্থ অন্নমৃতা ফাউন্ডেশনের হাতে ওই শিশুদের মিড-ডে খাওয়ানোর দায়িত্ব দিয়েছেন ঐশ্বর্যা। প্রসঙ্গত, অন্নমৃতা ফাউন্ডেশন মুম্বই পুরসভার ৫০০টি স্কুলের শিশুদের বিনামূল্যে মিড-ডে মিল বিতরণ করে। এছাড়া, মহারাষ্ট্রের আরও ২০০০ হাজার স্কুলে অন্নমৃতা ফাউন্ডেশন মিড-ডে মিল খাইয়ে থাকে। ইস্কনের তরফে একথা জানিয়েছেন রাধানাথ স্বামী মহারাজ।

ইস্কন সূত্রে আরও জানা গিয়েছে, ২০০৪ সালে ইস্কনের তরফে এই মিড-ডে মিল প্রকল্পটি চালু করা হয়। প্রথমে প্রকল্পের কাজ শুরু হয়েছিল একটি ছোট ঘরে। ৯০০ স্কুল ছাত্রছাত্রীর জন্যে সেখানে মিড-ডে মিল প্রস্তুত করা হত। বর্তমানে এই প্রকল্পটি চলছে দেশের সাতটি রাজ্য জুড়ে। এই প্রকল্পের আওতায় ১২ লক্ষ শিশু মিড-ডে মিলের সুযোগ-সুবিধা পাচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *