BRAKING NEWS

পরিষেবা দ্রুত করতে ইন্টারনেটের গতি বাড়াচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : এবার ইন্টারনেট পরিষেবা আরও দ্রুত করতে ইন্টারনেটের গতি ৫১২ কেবিপিএস থেকে বাড়িয়ে ২ এমবিপিএস করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
টেলিকম সেক্রেটারি অরুণা সুন্দারারাজন জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে কম ইন্টারনেট স্পিডের জেরে গ্রাহকরা যে সমস্যায় পড়ছিল তার সমাধান করার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷বিভিন্ন ৩জি বা ৪জি সংস্থার তরফে যে ইন্টারনেট স্পিডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবে গ্রাহকরা পায় না ৷ খুব শীঘ্রই ৫জি পরিষেবা আসতে চলেছে ভারতে ৷ ডিজিটাল ইকোনমি গড়ার লক্ষ্যে ভারতের ইন্টারনেট স্পিড বাড়ানো অত্যন্ত প্রয়োজনীয় ৷সুন্দারারাজন জানিয়েছেন, দেশের ইন্টারনেট স্পিড অত্যন্ত স্লো ৷ পরিষেবার মান উন্নত হয়নি ৷ তাই ২ এমবিপিএস সর্বনিম্ন বাধ্যতামূলক করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *