/ক্যানসার রোগীদের সহায়তায় পরিকাঠামো উন্নয়নে ১০০০ কোটি টাকা ব্যয় করবে টাটা গোষ্ঠী

ক্যানসার রোগীদের সহায়তায় পরিকাঠামো উন্নয়নে ১০০০ কোটি টাকা ব্যয় করবে টাটা গোষ্ঠী

মুম্বই, ২১ অক্টোবর (হি.স.) : ক্যানসার রোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিল্পপতি রতন টাটা৷ রোগীদের উন্নতমানের চিকিত্সা পরিষেবা দিতে একাধিক রাজ্যে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে টাটা ট্রাস্ট৷ সেইসঙ্গে জোর দেওয়া হবে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে৷ হাসপাতাল তৈরি ও পরিকাঠামো উন্নয়নে আনুমানিক এক হাজার কোটি টাকা খরচ করবে টাটা গোষ্ঠী৷ এতে হাজার হাজার ক্যানসার আক্রান্ত রোগীরা উপকৃত হবেন৷

অসম, রাজস্থান, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশে নতুন ক্যানসার কেয়ার হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে টাটা ট্রাস্ট৷ এছাড়া ক্যানসার কেয়ার হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এসেছে তারা৷ ইতিমধ্যে অসম সরকারের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে টাটা গোষ্ঠী৷ রাজধানী গুয়াহাটিতে ক্যানসার কেয়ার ইন্সটিটিউটকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে তারা৷ এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৫৪০ কোটি টাকা৷

দেশের সেরা ক্যানসার চিকিত্সা কেন্দ্রের অন্যতম মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল৷ কম খরচায় উন্নত মানের চিকিত্সা পরিষেবা পেতে বহু মানুষ মুম্বইয়ের টাটা হাসপাতালে যান৷ স্বাভাবিকভাবেই রোগীর চাপ সেখানে অনেক৷ সেই কারণে ডাক্তারের তারিখ পেতে মাসের পর মাস সময় কেটে যায় রোগীদের৷ তাই অন্য রাজ্যগুলিতে ক্যানসারের উন্নত চিকিত্সা পরিষেবা পৌঁছে দিলে টাটা মেমোরিয়াল হাসপাতালে যেমন চাপ কমবে তেমনই উপকৃত হবেন রোগীরা৷

জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর, ঝাড়খন্ডের রাঁচি, উত্তরপ্রদেশের বারাণসী এবং অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে নতুন হাসপাতাল তৈরি করবে টাটা ট্রাস্ট৷ এর মধ্যে রাঁচি ও অন্ধ্রপ্রদেশে হাসপাতালের জন্য জমিও চূড়ান্ত হয়ে গিয়েছে৷