BRAKING NEWS

গ্যাসের কালোবাজারির প্রতিবাদে, বড়জলায় এজেন্সিতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ বড়জলা গ্যাস এজেন্সীর কালোবাজারীর প্রতিবাদে সরব ৪ বড়জলা মন্ডলের কার্যকর্তারা৷ বুধবার মন্ডলের কার্যকর্তারা বিক্ষোভ মিছিল করে এজেন্সী কার্যালয়ে বিক্ষোভ দেখায়৷ তাদের অভিযোগ, সরকারী লাগামহীন হওয়ায় এজেন্সী থেকে বাকাপথে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে৷ গত কয়েকদিন আগে ক্ষুব্ধ গ্রাহকরা বড়জলা মূল সড়কে অবরোধ পর্যন্ত করেছিল ক্ষুব্ধ গ্রাহকরা৷ বটলিং পল্যান্ট থেকে পর্যাপ্ত পরিমান সরবরাহ হচ্ছে৷ কৃত্তিম সংকট সৃষ্টি করে রাখার রোজদিন ভোক্তারা হয়রানির স্বীকার হলেও বেখবর খাদ্য ও জনসংভরন দপ্তর৷ বিজেপি’র মন্ডল কার্যকর্তাদের অভিযোগ, এজেন্সী মালিক, শ্রমিক এবং স্থানীয় শাসক দলীয় ক্যাডারদের ত্রিবেনী সংগমে রমরমা চলচে পাচার বাণিজ্যের৷ খাদ্য দপ্তর সূত্রে খবর গ্যাস এজেন্সীতে কোন জ্বালানী সংকট নেই৷ কৃত্তিম সংকট নিরসনের দাবীতে দিনভড় গ্যাস এজেন্সীতে টানটান উত্তেজনা বিরাজ করেছে৷ বড়জলা মন্ডলের ১টি প্রতিনিধি দল এজেন্সীর মালিকের হাতে দাবী সম্বলিত স্মারকলিপি তোলে দিয়েছেন৷ ৪ বড়জলা মন্ডল সভাপতির অভিযোগ গ্যাস পাচারচক্রে এলাকার ক্যাডাররা লাভের গুড় খাচেছন৷ গ্যাস এজেন্সী থেকে পাচার বাণিজ্য বন্ধ করে বৈধ গ্রাহকদের সরবরাহের জট নিরসনে গড়িমসি হলে তীব্রতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন মন্ডলের নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *