BRAKING NEWS

রাজনীতিতে আসতে চলেছেন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যের এক সময়ের ত্রাস সৃষ্টি কারী জঙ্গি নেতা অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) এর সুপ্রিমো রঞ্জিত দেববর্মা বন্দী দশা থেকে মুক্ত হওয়ার পর এখন রাজ্যের রাজনৈতিক পরিমন্ডলে আসতে চলেছেন৷ এই প্রথম তিনি সাংবাদিক সম্মেলনে করে এটিটিএফ এর বিভিন্ন সময়ের আত্মসমর্পণকারী জঙ্গিদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক শক্তি প্রদর্শনের জানান দিলেন৷ আজ আচমকা সাংবাদিক সম্মেলন ডেকে আগরতলা প্রেস ক্লাবে রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের জানান, মূলত চার দফা দাবী নিয়ে বিভিন্ন সময় আত্মসমপর্ণকারী এটিটিএফ জঙ্গিরা ঐক্যবদ্ধ হচ্ছে৷ আগামী ২১ অক্টোবর সিধাই থানাধীন রাজ্যের এক সময়ের বৈরি অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম এসরাই এ প্রথম আন্তর্জাতিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে৷ এই সম্মেলনে স্বাভাবিক জীবনে ফিরে আসা এটিটিএফ জঙ্গিদের আড়াই হাজার প্রতিনিধি যোগ দেবেন৷ বেশ কয়েক মাস আগে কারাগার থেকে মুক্তি পাবার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত দেববর্মা বলেন, আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ তাছাড়া তারা নিরাপত্তা হীনতায়ও ভুগছেন৷ সরকার তাদের বিষয়ে কার্যত উদাসীন৷ একেই সঙ্গে এনএলএফটির সঙ্গে এবং বাকি যে সমস্ত জঙ্গি সংগঠন এখনও তাদের পরবর্তী কর্মসূচী চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে শান্তিচুক্তি দ্রুত রূপায়ন করা প্রয়োজন৷ ২১ অক্টোবরের প্রস্তাবিত সম্মেলনে আত্মসমর্পণকারী এটিটিএফ জঙ্গিরা তাদের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন৷ উল্লেখ করা যেতে পারে রাজ্যের বিভিন্ন এলাকায় এটিটিএফ বিভিন্ন সময় প্রচুর গণহত্যা করেছে৷ প্রচুর সুরক্ষা কর্মীও তাদের হাতে প্রাণ হারিয়েছেন৷ যদিও রঞ্জিত দেববর্মা অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করে নেবার দাবী করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *