ধনতেরাসে সোনার দোকানে ভিড়, কিন্তু অখুশি স্বর্ণ ব্যবসায়ীরা

কলকাতা, ১৮ অক্টোবর (হি .স.) : ধনতেরাসে সোনার বিভিন্ন দোকানে বেজায় ভিড়। কিন্তু তা সত্বেও স্বর্ণ ব্যবসায়ীরা খুশি নন। তাঁদের দাবি, এই ধনতেরাসে সোনার বিক্রিবাটায় টান। ব্যাপক ছাড়েও সোনার গয়না কেনায় আগ্রহ নেই ক্রেতাদের।
সমীক্ষা বলছে, ২০১৬-র উৎসবের মরশুমের চেয়ে চলতি বছরে সোনার বিক্রি পড়েছে ৩০ শতাংশ। জিএসটি চালু হওয়ার পর বেড়েছে সোনার গয়নার দাম। যার জেরে এই ধনতেরাসের সময় সোনার গয়নায় কেনায় মানুষের আগ্রহ কমেছে বলে মনে করা হচ্ছে। বরং এক্ষেত্রে উল্টে অনেকেই আবার আর একটু বেশি খরচ করে হীরের গয়না কেনার দিকে ঝুঁকেছেন। বেশিমাত্রায় বিক্রি হচ্ছে হাল্কা গয়না, রূপোর মূর্তি এবং কম ওজনের কয়েন।
সর্বভারতীয় রত্ন ও গয়না ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান নীতিন খাণ্ডেওয়াল জানিয়েছেন, নবরাত্রি থেকে শুরু করে এই দীপাবলির মরশুম পর্যন্ত পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। এর কারণ হিসেবে জিএসটির দরুণ বড় অঙ্কের কেনাবেচা কিছুটা কম হওয়াকেই তিনি উল্লেখ করেছেন। প্রাথমিক রিপোর্ট বলছে, গয়না কেনাকাটা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ।হিসেব যা-ই বলুক, বউবাজারে মঙ্গলবার সারা দিন দোকানগুলিতে ছিল খদ্দেরের ভিড়। ভিড় ছিল এলগিন রোডে লক্ষীবাবুর সোনা-রুপোর চাঁদি ও অন্য সোনার দোকানেও।বুধবারও বছরের সাধারণ সময়ের চেয়ে বেশি কেনাবেচা হবে বলে দোকানদারদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *