BRAKING NEWS

দীপাবলির উপহার হিসেবে মাটির প্রদীপ দিল সামাজিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ আলোর উৎসব দীপাবলির আনন্দে চারিদিকে উৎসব মুখর৷ দৈনন্দিন অভাব-অনটন কাটিয়ে উঠে সবার জীবনে দীপাবলিতে বাড়িতে প্রদীপ জ্বালানো অলীক কল্পনা দুস্থদের৷ উৎসবের আনন্দ সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার ভাবনা নিয়ে এগিয়ে এসেছে শ্রেষ্ঠ ভারত রাষ্ট্রবাদী সামাজিক সংস্থার কার্যকর্তারা৷ মাটির প্রদীপ বানিয়ে মৃৎশিল্প বাঁচানোর চেষ্টার পাশাপাশি দুস্থদের মধ্যে বিতরনের মধ্য দিয়ে নজির গড়লেন সংস্থার কর্মকর্তারা৷ মঙ্গলবার ওরিয়েন্ট চৌমুহনীতে রিক্সা চালক, পথচারী ও দুস্থদের দীপাবলির উপহার হিসাবে প্রদীপ সহ দীপ জ্বালানোর সরঞ্জাম বিতরন করেছেন৷ শ্রেষ্ঠ ভারত রাষ্ট্রবাদী সামাজিক সংস্থার রাজ্য সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক জানিয়েছেন বর্তমানে কৃত্রিম প্রদীপ পল্লী গ্রামীন ঐতিহ্য মাটির প্রদীপকে গ্রাস করেছে৷ এই পেশার সঙ্গে যুক্তরা বর্তমানে অর্থনৈতিক সমস্যায় জর্জড়িত৷ দীপাবলির উৎসবকে সামনে রেখে মাটির প্রদীপ বিতরন করে মৃৎশিল্প রক্ষা করে দুস্থদের আনন্দ বিলিয়ে দেওয়ার ভাবনা নিয়েই বরাবরের মতো এবারো সামগ্রীগুলি বিতরন করা হয়েছে বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন বিপ্লব কান্তি ভৌমিক উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ভোরত রাষ্ট্রবাদী সামাজিক সংস্থার সুমন আচার্যী, রাজা সাহা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *