BRAKING NEWS

আফগানিস্থানে আত্মঘাতী তালিবানি জঙ্গি হামলায় মৃত ৩২, জখম ২০০

কাবুল, ১৭ অক্টোবর (হি.স.): আফগানিস্থানে একাধিক তালিবান হানায় ৩২জন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্ততপক্ষে ২০০ জন। সূত্রের খবর, ওই তালিবান হামলার ঘটনাগুলি ঘটেছে দক্ষিণ, পশ্চিম ও পূর্ব আফগানিস্থানে। মৃত এবং জখমদের মধ্যে রয়েছেন মহিলা, ছাত্র ও পুলিশকর্মীরা।
এদিন দক্ষিণ গজনী প্রদেশে পুলিশ শিবিরে তালিবানরা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তাতে অন্ততপক্ষে ৭জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, তালিবানদের ঘটানো আত্মঘাতী গাড়ি হামলায় ওই পুলিশকর্মীরা মারা গিয়েছেন।
পুলিশ প্রধান মহম্মদ জামান বলেছেন, আনডার জেলায় মঙ্গলবার সকালে তালিবান জঙ্গিদের সঙ্গে পুলিশ কর্মীদের জোর গুলির লড়াই হয়েছে। তাতে নিরাপত্তা রক্ষীদের ওই শিবিরটি ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া, পশ্চিম ফারাহা প্রদেশে তালিবান জঙ্গিদের হামলায় এদিন মারা গিয়েছেন ৩জন পুলিশকর্মী। প্রতিটি হামলার দায়ই তালিবানরা স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *