BRAKING NEWS

যৌন নিগ্রহের অভিযোগে অস্কার অকাডেমি থেকে বহিস্কৃত হলিউড প্রযোজক হার্ভি উইনস্টিন

ওয়াশিংটন, ১৫ অক্টোবর (হি.স.) : একাধিক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগে অস্কার অকাডেমি থেকে বের করে দেওয়া হল হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভি উইনস্টিনকে৷ প্রায় ২৪ জন মহিলাকে যৌন উৎপীড়নের অভিযোগ উঠেছে ওই প্রযোজকের বিরুদ্ধে৷ উল্লেখ্য, হার্ভির প্রায় ৮০টি ছবি অস্কার জিতেছেন৷
ইউএস আকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স-এর দুই তৃতীয়াংশের বেশি সদস্য হার্ভিকে বের করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বলে জানা গিয়েছে৷ হলিউডে প্রভাবশালী এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে প্রথমেই নাম আসে হার্ভির৷ অস্কার বোর্ড থেকে বের করে দেওয়ার পর, অস্কার অ্যাওয়ার্ডের জন্য কোনও ছবির সুপারিশ বা অংশগ্রহণকারীদের জন্য ভোট, কিছুই করতে পারবেন না অভিযুক্ত পরিচালক৷
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী রোজ ম্যাকগোবান অভিযোগে জানান, এক হোটেলে হার্ভি তাকে ধর্ষণ করে৷ অ্যাঞ্জেলিনা জোলি এবং নিগিনথ পাল্ট্রো, এই দুই অভিনেত্রীও অভিযোগ তোলে হার্ভির বিরুদ্ধে৷ ধর্ষণের পর, হার্ভির ভয়ে নাকি চুপ থাকতে হয়েছে অনেক মহিলাকেই৷ বহু অভিনেত্রীকেই হার্ভি মিটিং বা পার্টির নামে হোটেলে ডেকে মাসাজ করতে বাধ্য করত৷ এইভাবে তাঁদের যৌন নিগ্রহ করা হত বলে অভিযোগ৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *