BRAKING NEWS

বাজার খোলার সঙ্গে সঙ্গে চড়চড়িয়ে উঠল শেয়ার সূচক

মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : বুধবার দিনের শুরুতেই তেজি ভাব লক্ষ্য করা যায় শেয়ার বাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গে চড়চড়িয়ে উঠতে থাকে সূচক। প্রথম একঘণ্টাতে সূচক প্রায় ০.৫ শতাংশ বেড়ে ৩২ হাজারের গণ্ডি টপকে যায়। দেওয়ালির আগে নতুন রেকর্ডের পথে সেনসেক্স। ফের ৩২ হাজারের গণ্ডি টপকালো সূচক। বিশেষজ্ঞমহলের ধারণা, শেয়ার সূচকের উত্থানে ইন্ধন জুগিয়েছে আরও কিছু বিষয়। সেই কারণগুলি হল, সেপ্টেম্বরে গাড়ি সংস্থাগুলির বিক্রি বাড়া। পিএমএই সমীক্ষায় গত মাসে উৎপাদন শিল্প বাড়ার ইঙ্গিত। দেশীয় লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার কেনা। আমেরিকায় সেপ্টেম্বরের উৎপাদন শিল্পে বৃদ্ধি ১৩ বছরের সর্বোচ্চ হওয়া। যা বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। বিভিন্ন দেশের শেয়ার বাজারে চাঙ্গা ভাব। মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ৩১,৯৭৫.৫৯ পয়েন্টে। সর্বোচ্চ সীমা ছোঁয় ৩২,০৯৮.৪৬ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৩১,৯৬৭.৪১ পয়েন্ট। সকাল পৌনে এগারোটায় সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৩২,০৭৯.৪৯ পয়েন্টে। অপর দিকে নিফটিও ৪৭.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১০,০৬৪.৮৫ পয়েন্টে। এর আগে ১৯ সেপ্টেম্বর ১০,২০০-র গণ্ডি ছাড়ায় নিফটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *