BRAKING NEWS

রোনাল্ডোর গোলে জয় পেল পর্তুগাল

লা ভেলা, ৮ অক্টোবর (হি.স.) : বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে দেশের সম্মান বাঁচালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ শনিবার অ্যান্ডোরার বিরুদ্ধে ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন৷ ৬৩ মিনিটে তিনিই দেশের হয়ে গোলের দরজা খোলেন৷ শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচটি জেতে পর্তুগাল৷ এর ফলে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা এখনও জিইয়ে রাখতে পারলেন রোনাল্ডোরা৷ আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডকে হারাতে পারলেই তাঁরা সরাসরি রাশিয়ার টিকিট পেয়ে যাবেন৷
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ইউরোপের দলগুলিকে মোট ন’টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি ২০১৮-র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে৷ এছাড়া দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা আটটি দল বিশ্বকাপে খেলতে পারবে৷ পর্তুগাল এবার গ্রুপ-বি-তে রয়েছে৷ ওই গ্রুপের শীর্ষে এখন সুইজারল্যান্ড৷ তাদের পয়েন্ট ২৭৷ অ্যান্ডোরার সঙ্গে খেলতে নামার আগে পর্তুগালের পয়েন্ট ছিল ২১৷ ফলে গ্রুপ শীর্ষে যেতে হলে দু’টো ম্যাচই জেতার প্রয়োজন ছিল৷
শনিবারের ম্যাচে একাধিক গোলের সুযোগ হারায় পর্তুগাল৷ প্রথমার্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রিকার্ডো কোয়ারেসমা৷ অ্যান্ডোরার গোলরক্ষকও বেশ কয়েকটা গোলের সুযোগ রুখে দেন৷ একই সঙ্গে অ্যান্ডোরার অতি-রক্ষণাত্মক স্ট্রাটেজিও পর্তুগিজ ফুটবলারদের গোলের অভিমুখ খুলতেও বাধা দিচ্ছিল৷ ফলে ম্যাচের বয়স যত বাড়ছিল, ততই কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল কোচ ফার্নান্ডো স্যান্টোসের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *