BRAKING NEWS

নিজের জন্মভূমি বাডনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমেদাবাদ, ৮ অক্টোবর (হি.স.) : গুজরাট সফরের দ্বিতীয় দিনে নিজের জন্মস্থান বাডনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করার পরে এই প্রথম নিজের জন্মস্থান পরিদর্শন করবেন তিনি। এছাড়াও ৫০০ কোটি টাকা ব্যায় নির্মিত একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। রাজ্যের টিকাকরণের অগ্রগতির জন্য ইন্দ্রধনুস নামে একটি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিট্যালকরণের লক্ষ্যে এবং গ্রামাঞ্চলের আশাকর্মীদের সুবিধার্থে ‘আইএমটেচো’ নামে একটি অ্যাপের উদ্বোধন করবেন তিনি। আশাকর্মীদের হাতে ই-টেবলেটও তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে নর্মদা উপর একটি বাঁধ প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি পতাকা নেড়ে অয্যোধ্যা এক্সপ্রেসে ট্রেনের সূচনা করবেন তিনি। পরে দিল্লি উড়ে যাওয়ার আগে গুজরাট নর্মদা ফারটিলাইজার করপোরেশনের একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *