ঊর্ধ্বমুখী শেয়ার মার্কেট, ২০০ পয়েন্টের বেশি সেনসেক্স

মুম্বই, ৩ অক্টোবর (হি.স.): মঙ্গলবার ঋণনীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| ঋণনীতি ঘোষণার প্রাক্কালে বাড়ল শেয়ার শূচক| মঙ্গলবার বাজার খোলার পর বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক ২০০ পয়েন্টের বেশি বাড়তে দেখা যায়| ঊর্ধ্বগতি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটিতেও| মঙ্গলবার সকালে বাজার খোলার পর ২৫৪ পয়েন্ট উঁচুতে থেকে কেনাবেচা শুরু হয় সেনসেক্সে| সকালের দিকে শূচক পৌঁছয় ৩১,৫৩৮৭৫ পয়েন্টে| ৭৫ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছয় ৯,৮৬৩.৬৫ পয়েন্টে|
প্রসঙ্গত, মঙ্গলবারই ঋণনীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| তার আগেই খুশির আমেজ শেয়ার মার্কেটে| ঋণনীতিতে আরবিআই কী ঘোষণা করে সে দিকেই তাঁকিয়ে দেশবাসী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *