দ্রুত মোবাইলের চার্জ করতে বাজারে আসছে ইসরাইলের ব্যাটারি

জেরুসালেম, ১ অক্টোবর (হি.স.): খুব অল্প সময়েই মোবাইলের চার্জ যাওয়া এখন নাগরিক জীবনে অভ্যস্থ হয়ে গিয়েছে| কিন্তু এ নিয়ে আর চিন্তার করতে হবে না৷ মুশকিল আসান করতে বাজারে আসছে এমন এক মোবাইল ব্যাটারি যা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুরো চার্জ হয়ে যাবে এবং চলবে অনেকক্ষণ৷ ইসরাইলের এক কোম্পানী তৈরি করেছে নতুন এই ব্যাটারি৷ কোম্পানী তাদের এই নতুন আবিষ্কারের কথা বেশ গর্বের সঙ্গেই সকলকে জানিয়েছে সঙ্গে এমনও দাবি করেছে যে এই ব্যাটারি ঠিক যত তাড়াতাড়ি চার্জ হয় ঠিক তত দেরীতেই ডিসচার্জ হতে সময় নেয়৷ তবে ভারতে এই স্মার্ট ব্যাটারি কবে পা রাখছে তা এখনও ঘোষণা করেনি ইসরাইলি এই কোম্পানি৷ স্টোরডট নামক এই কোম্পানী জানিয়েছে, এই বিশেষ ব্যাটারি নিজেই ন্যানোডটসের জানান দেয়, যার মধ্যে বায়োঅরগ্যানিক সিন্থেসাইসড পেপটাইড এর ব্যবহার করা হয়েছে৷ এই বায়োঅরগ্যানিক প্রোডাক্ট, ব্যাটারির চার্জ হওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই ব্যাটারি পুরো চার্জ হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *