BRAKING NEWS

আগরতলায় সমাবেশে অংশগ্রহণে, বাধা দিতে গাছ ফেলে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ ষড়যন্ত্র করে গাছ ফেলে রাস্তা অবরোধ করে বামফ্রন্টের আন্দোলনকে আটকানো যায় না, আজ আগরতলা উপজাতি গণমুক্তি পরিষদের ঐতিহাসিক জমায়েত৷ তাই পাহাড় এলাকা থেকে যাতে করে উপজাতি অংশের জনগণ জমায়েতে সামিল হতে না পারে এর জন্য বিশালাকার দুই গাছ ফেলে আই পি এফটি ও বিজেপির কর্মিরা৷ পাহাড়ি এলাকার হাজরা পাড়ায় দুটি গাছ কেটে ফেলে রাখে৷ এমনটাই অভিযোগ করলেন উপজাতি গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া কমিটির নেতৃত্ব রাজকুমার দেববর্মা৷ ঐ এলাকাটি দিয়ে হাজরা, কাকড়াছড়া, নুনাছড়া বিড়াইহাস, প্রজাবাহাদুর মলসম পাড়া সহ আরো অনেক পাড়া রয়েছে যা বামপন্থীদের শক্ত ঘাঁটি৷ সেখানের লোকরা যাতে আগরতলার জি এম পির সমাবেশে যোগ না দিতে পারে তার জন্যই রাস্তায় গাছ কেটে বন্ধ করে দেওয়া হয় রাতের অন্ধকারে৷ সকাল বেলা এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ এলাকার লোকরাই পরবর্তী সময়ে রাস্তা পরিস্কার করে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে৷ ঘটনাস্থলে ছুটে যায় জি এম পির কর্মিরাও৷ তারা ঘটনার তীব্র নিন্দা জানায়৷
এলাকার এক যুবক জানায় এলাকাটি দুগর্ম এলাকা৷ রোগের প্রকোপও বেশি৷ যে কোন সময় ঐ রাস্তা ধরে মরণাপন্ন রোগী থেকে গর্ভবর্তী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে হয়৷ গাছ গাটার ফলে শুধু জনসভার পথ বন্ধ করেনি তারা এলাকার লোকেরও ক্ষতি করতে চাইছে৷ তবে তাদের এই কুমতলব পূরণ হতে দেবে না পাহাড়ি এলাকার শান্তিপ্রীয় জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *