BRAKING NEWS

‘রাজনীতিতে পরিবারতন্ত্র দস্তুর’ আমেরিকায় রাহুলের মন্তব্যে লজ্জিত অরুন জেটলি

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি মঙ্গলবার এক অনুষ্ঠানের ফাঁকে কংগ্রেস সহ সভাপতির সাম্প্রতিক আলোড়ন তোলা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকায় বসে রাহুল গাঁধী ভারতে পরিবারতন্ত্রের চল রয়েছে বলে সওয়াল করলেন দেখে লজ্জা পেলাম। কিছু দল হয়ত পরিবারতন্ত্রকে সম্পদ, ইতিবাচক বলে ভাবে, তবে সুদূর ভবিষ্যতে কিন্তু তা দলের বোঝা হয়ে দাঁড়ায়।বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রাহুলকে বলতে শোনা যায়, পরিবারতন্ত্রেই দেশ চলছে। তাই শুধু আমাকে ধরবেন না। ভারতে এটাই হয়। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ সিংহ যাদব, ডিএমকে প্রধান করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন, বিজেপি নেতা প্রেমকুমার ধুমলের ছেলে অনুরাগ ঠাকুর, এমনকী বলিউড তারকা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন, ধিরুভাই অম্বানির দুই ছেলে মুকেশ ও অনিলের নামও পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে উল্লেখ করেন রাহুল বলেন, ভারতে সব রাজনৈতিক দলেরই এটা সমস্যা|গত ১১ সেপ্টেম্বর বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রাহুল অধিকাংশ ভারতীয় দলই পরিবারকেন্দ্রিক বলে অভিমত জানান। সরাসরি পরিবারতন্ত্রকে সমর্থন না করলেও এটা ভারতীয় রাজনীতিতে একটি বাস্তবতা বলে দাবি করেন তিনি। রাহুলের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি লজ্জিত বলে এদিন জানালেন অরুণ জেটলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *