BRAKING NEWS

বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা, তিন সিপিআইএম ক্যাডারের বিরুদ্ধে থানায় মামলা, কড়ইমুড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ সেপ্ঢেম্বর৷৷ বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা হুজ্জুতি চালানোর অভিযোগ উঠেছে সিপিএমের ক্যাডারদের বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশালগড় মহকুমার কড়ইমুড়া এলাকার মুড়াবাড়িতে৷ এই ব্যাপারে সিপিএমের তিন ক্যাডার অসীম দেবনাথ, প্রদীপ দেবনাথ ও কৌশিক অধিকারীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, ১২ সেপ্ঢেম্বর রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ বিশালগড় রবীন্দ্রনাথ কলেজেও নির্বাচন হবে৷ এই নির্বাচন উপলক্ষে সিপিএম এবং তার ছাত্র সংগঠন এসএফআই যৌথভাবে বিশালগড়ের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করছিল৷ অন্যান্য দিনের মতো রবিবারও এসএফআই ও সিপিএম কর্মী ও ক্যাডাররা মুড়াবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যায়৷
অভিযোগ করা হয়েছে, ঐ এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী আক্তার হুসেনের বাড়িতে গিয়ে সিপিএম ক্যাডাররা হামলা হুজ্জুতি চালিয়েছে৷ প্রতিরোধ গড়ে তোলেন আক্তার হুসেনের পরিবারের লোকজনও৷ পরে বিষয়টি বিজেপির বিশালগড় মন্ডলের নেতৃত্বদের কাছে পৌঁছে৷ বিশাল সংখ্যায় বিজেপি নেতা কর্মীরা মুড়াবাড়িতে পৌঁছে৷ সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ গোটা কড়ইমুড়া এলাকায় জঙ্গী মিছিল করেছে বিজেপি৷ যদিও সিপিএম এই ঘটনার পর কিছুটা নীরবতাই মেনে চলেছে৷ অন্যদিকে, সিপিএম ক্যাডার অসীম দেবনাথ, প্রদীপ দেবনাথ এবং কৌশিক অধিকারীর বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা করেছেন আক্তার হুসেন৷ বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গোটা কড়ইমুড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ বিশাল সংখ্যায় পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এদিকে, সিপিএমের অভিযোগ তারা প্রচারে গেলে আক্তার হুসেন তাদের উপর হামলা চালিয়েছে অস্ত্রশস্ত্র নিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *