BRAKING NEWS

অস্তিত্বের জানান দিতে দশ দফা দাবীতে আন্দোলনে নামবে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে জরুরী অবস্থার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে ত্রিপুরায় আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট নেই৷ সংবিধান বহির্ভুত শক্তির হাতে প্রশাসন তুলে দেয়া হয়েছে৷ দলীয় সংকীর্ণতার বাইরে সকল অংশের জন্যগণ আজ বঞিত বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ত্রিপুরা রাজ্য কমিটির কর্মকর্তারা৷ রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি বিপ্লব কর, তৃণমূল নেতা দুলাল দাস এবং নকুল দাস প্রমুখা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের বামফ্রন্ট সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন৷
তৃণমূল ও দলের শাখা সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন, দেশের প্রচার মাধ্যমগুলি আজ সবচেয়ে বেশী আক্রান্ত৷ অর্থনৈতিক অবস্থা চরম অবনতির দিকে৷ জাতীয় গড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৫ থেকে ৫৫ এ নেমে এসেছে৷ নোট বাতিলের নামে একটিও কালো টাকা উদ্ধার হয়নি৷ কিন্তু গরীব মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা নষ্ট হয়ে গিয়েছে৷ জিএসটি নিয়ে তারা বলেন, জিনিষপত্রের দাম বহুগুন বেড়ে গিয়েছে৷ দেশের ঐক্য ও সংহতি বিপন্ন৷ গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা বলতে আর কিছুই নেই৷ এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে হবে সকল অংশের জনগণকে৷ রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন কার্যকলাপের সমালোচনা করে দলের নেতৃত্বরা বলেন, সীমাহীন দুর্নীতি চলছে রাজ্যে৷ কোটি কোটি টাকার কেলেংকারী হচ্ছে৷ রাজ্যের উন্নয়নের শ্লোগান যে কতটা বাকসর্বস্ব বর্তমানে বন্যায়ে রাজ্যের অবস্থা এবং আগরতলা শহরের জল ডুবিতে তা প্রমাণিত৷ রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকল অংশের মানুষ ক্ষতিগ্রস্থ হলেও সামান্যতম কোন সহায়তা মিলেনি৷ ক্ষতিগ্রস্থদের পরিসংখ্যান নিতে দলবাজী করা হচ্ছে৷ বেকারদের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই৷ চিটফান্ড সংস্থাগুলির মাধ্যমে রাজ্যের আমনতকারীদের পাঁচ হাজার কোটি টাকা হাপিজ হয়েছে, কিন্তু কোন প্রতিকার নেই৷ তাছাড়া, দলের নেতারা আরও বলেন, খুন, ধর্ষণ, নারী নির্যাতন সারা দেশের মধ্যে ত্রিপুরা শীর্ষে৷ এইসবের প্রতিবাদে এআইএনটিটিইউসি এবং তৃণমূল কংগ্রেস আন্দোলন জোরদার করার পরিকল্পনা নিয়েছে৷ খুব শীঘ্রই দল রাজ্যের সর্বত্র আন্দোলন কর্মসূচী গ্রহণ করবে৷
এদিকে, এআইএনটিটিইউসি ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে ১২ সেপ্ঢেম্বর আগরতলায় যক্ষা নিবারণী হলে দশ দফা দাবীতে একটি কনভেনশন অনুষ্ঠিত হবে৷ এই কনভেনশনের পর শহরে মিছিলও সংগঠিত করা হবে৷ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এআইএনটিটিইউসি এর সর্বভারতীয় নেতা এ কে সিং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *