BRAKING NEWS

পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হল ‘পার্টিশন ১৯৪৭’

মুম্বাই, ২২ আগস্ট (হি.স.) : গুরিন্দর চড্ডা পরিচালিত ও হুমা কুরেশি, নীরজ কবি, মনীষ দয়াল এবং প্রয়াত ওম পুরী অভিনীত ‘ পার্টিশন ১৯৪৭’ সিনেমাটি পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ।
দেশভাগের প্রেক্ষাপটে তৈরি করা এই সিনেমা মূল ভিত্তি হচ্ছে ভালবাসা । যেখানে দেখানো হয়েছে দেশভাগ, রেডক্লিফ লাইন টানার সময় এক মুসলিম মেয়ে ও এক হিন্দু ছেলের প্রেম কাহিনী । এই খবর পাওয়ার পরে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন পরিচালক গুরিন্দর চড্ডা । সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এটা দুর্ভাগ্যজনক যে তার সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে । কিন্তু চিরকাল পাকিস্তান তার পূর্বপুরুষের ভিটে হয়েই থাকবে ।
পাশাপাশি পরিচালক গুরিন্দর চড্ডা সম্পর্কে অভিনেত্রী হুমা কুরেশি জানিয়েছেন যে গুরিন্দর একজন শক্তিশালী ও দক্ষ পরিচালক । তিনি তার অভিনেতাদের যথেষ্ট সুযোগ দেন অভিনেতা প্রতিভাকে বিকোশিত করার জন্য । পরিচালক হিসেবে তার দক্ষতা সিনেমার প্রতিটা ফ্রেমে দেখতে পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন । উল্লেখ্য ভারতীয় সিনেমার মধ্যে পরিচালক কবীর খানের ফ্যান্টমকেও পাকিস্তান সরকার সে দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *