BRAKING NEWS

সাতে সাত, পুরভোটেও তৃণমূলের জয়জয়কার

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): পুরভোটেও তৃণমূলের জয়জয়কার| তাও আবার সাতে সাত| পাঁশকুড়া পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে তৃণমূল| ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে ১টি আসনে| হলদিয়া পুরসভা পুরোপুরি বিরোধী শূণ্য হয়ে গেল| হলদিয়া পুরসভার ২৯টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| মুছে গিয়েছে বিরোধীরা| দুর্গাপুরে ৪৩টি আসনের মধ্যে ইতিমধ্যে ২২টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল| বুনিয়াদপুর পুরসভাও তৃণমূলের দখলে| ১৪টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল| ১টি পেয়েছে বিজেপি| বুনিয়াদপুর পুরসভা দখল নেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকরা| ধূপগুড়িতে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বামেরা| বোর্ড দখলে রাখল তৃণমূল কংগ্রেস| মোট ১৬ টি আসনের মধ্যে ১২টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| বিজেপি জয়ী হয়েছে ৪টি আসনে| বীরভূমের নলহাটিতে ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয়ী তৃণমূল| ১টি আসন বামেদের দখলে| বিরোধী শূণ্য হয়ে গেল কুপার্স ক্যাম্প, ১২টি ওয়ার্ডেই জয়জয়কার তৃণমূলের|
গত ১৩ আগস্ট, রবিবার হলদিয়া, পাঁশকুড়া, বুনিয়াদপুর, ধূপগুড়ি, দুর্গাপুর, নলহাটি ও কুপার্স নোটিফায়েড এরিয়ার পুর নির্বাচন অনুষ্ঠিত হয়| ভোট হয়েছিল বোমা, ছাপ্পা, বুথ দখল, বিরোধী এজেন্টদের বার করে দেওয়ার ছবিকে সঙ্গী করে| পুর নির্বাচনকে `প্রহসন’ আখ্যা দিয়েছিলেন বিরোধীরা| কিন্তু, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই বিরোধীদের উচ্ছ্বাস `হতাশা’-য় পরিণত হল| জয়ের ধারা অব্যাহত রেখে উচ্ছ্বাস-আনন্দে মাতোয়ারা শাসক দল| সবচেয়ে বেশি আসন দুর্গাপুর নগর নিগমে-মোট ৪৩টি| হলদিয়া পুরসভায় ২৯টি, পাঁশকুড়ায় ১৮টি, ধূপগুড়িতে ১৬টি, নলহাটিতে ১৬টি, বুনিয়াদপুরে ১৪টি এবং কুপার্সে ১২টি আসন| এছাড়াও দু’টি পুর আসনে উপনির্বাচনও হয়েছে| বুধবার আবার ৱেশ কয়েকটি আসনে পুননির্বাচন হয়|
কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গণনা| ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জয়জয়কার তৃণমূলের| তাও আবার সাতে সাত| কিছু কিছু জায়গায় অবশ্য খাতা খুলেছে ভারতীয় জনতা পার্টি| পাঁশকুড়া পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে তৃণমূল| ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে মাত্র ১টি আসনে| ১০ নম্বর ওয়ার্ডে প্রায় ১১০০ ভোটে জয়ী রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র| তবে ৬ নম্বর ওয়ার্ডে চমক বিজেপির| তৃণমূল প্রার্থী শ্যামল পাড়িয়ালকে হারিয়ে জিতলেন বিজেপির সিন্টু সেনাপতি| তিনি ৩২৬ ভোটে জিতেছেন|
হলদিয়া পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস| হলদিয়া পুরসভার ২৯টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| মুছে গিয়েছে বিরোধীরা| এর আগে ২০১৩ সালে বেশ কয়েকজন বাম কাউন্সিলর তৃণমূলের যোগ দেওয়ার পর এই পৌরবোর্ডের দখল নেয় তাঁরা| ২০১২ সালে অবশ্য তৃণমূল হাওয়ার মাঝেও হলদিয়া পৌরবোর্ড দখলে রেখেছিল বামফ্রন্ট| ২৬টি ওয়ার্ডের মধ্যে ১৫টি আসন পেয়েছিল বামেরা| তৃণমূল পেয়েছিল একটি আসন| এবার বিরোধীরা ধুয়েমুছে সাফ হয়ে গেল| এবার তিনটি আসন বেড়ে হলদিয়ায় ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় ২৯টি| প্রতিটি ওয়ার্ডেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা| ১৭ নম্বর ওয়ার্ড থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আজগর আলি| তাঁর প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৯১টি ভোট| বিরোধীরা পেয়েছেন ৩২টি ভোট|
দুর্গাপুরে ৪৩টি আসনের মধ্যে ইতিমধ্যে ২২টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল| বিজেপি-বাম-কংগ্রেস সেভাবে দাঁত ফোটাতে পারেনি শিল্পনগরীতে|
বুনিয়াদপুর নতুন পুরসভা| এ বারই প্রথম পুর নির্বাচন হল দক্ষিণ দিনাজপুরের এই এলাকায়| বুনিয়াদপুর পুরসভাও তৃণমূলের দখলে| ১৪টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| ১টি পেয়েছে বিজেপি| বুনিয়াদপুর পুরসভা দখল নেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকরা| শুরু হয় সবুজ আবির মাখামাখি| বুনিয়াদপুরে ভোটগণনা শুরু হওয়ার প্রথম থেকেই এগিয়ে ছিল তৃণমূল| সকাল ৯টার মধ্যে পরিষ্কার হয়ে যায়, পৌরসভা নিজেদের দখলে রাখছে শাসকদল| সেই মতো ১৪টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস| যে সমস্ত ওয়ার্ডগুলিতে জয়ী হয়েছে শাসকদল, সেগুলি হল-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪| ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তরুণ পাহান| গত ১৩ আগস্ট বুনিয়াদপুর পৌরসভায় ভোট পড়েছিল ৮৬.৮৯ শতাংশ ভোট|
শাসক দলের জয়ের হাওয়ায় ধূপগুড়িতে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বামেরা| বোর্ড দখলে রাখল তৃণমূল কংগ্রেস| মোট ১৬ টি আসনের মধ্যে ১২টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস| বিজেপি জয়ী হয়েছে ৪টি আসনে| অধিকাংশ ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে বিজেপি| হেভিওয়েট বাম প্রার্থী তথা ধূপগুড়ির প্রাক্তন বাম বিধায়ক মমতা রায় নিজের ওয়ার্ডে পরাজিত হয়েছেন| তৃণমূল বনাম-বিজেপি লড়াইয়ে নিশ্চিহ্ন বাম-কংগ্রেস| এর আগে গত পৌরসভা নির্বাচনে ধূপগুড়ি পৌরসভায় তৃণমূলের দখলে ছিল ১১টি আসন ও বিজেপি-র দখলে ছিল একটি আসন| বুধবার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হয়| ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্তী রায়, ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের ভারতী বর্মণ, ৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অশোক বর্মণ, ৪ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের গৌতম বসাক, ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ববিতা রায় জয়ী, ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিপ্লব ঘোষ, ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের শৈলেন রায় জয়ী, ৮ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির কৃষ্ণ রায়, ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নমিতা রায় জয়ী, ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অরূপ দে জয়ী, ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অর্পিতা ঘোষ জয়ী, ১২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের মুনমুন বোস, ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের শ্রীজাতা সরকার, ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের রাজেশ সিং, ১৫ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী ননী গোপাল সরকার এবং ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির সরস্বতী রায়|
বীরভূমের নলহাটিতে ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয়ী তৃণমূল| আর বাকি ২টির মধ্যে ১টি আসন বামেদের দখলে এবং ১টিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছে| যে সমস্ত ওয়ার্ডগুলিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেগুলি হল- ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬| ১ নম্বর ওয়ার্ডে জিতে মুখরক্ষা করেছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী কোহিনুর বিবি| ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী অনিমেষ মাল|
বিরোধী শূণ্য হল নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া| ১২টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল| সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের সর্বকনিষ্ঠ তৃণমূল প্রার্থী অঙ্কিতা রায়| তাঁর প্রাপ্ত ভোট ১৩২৩| তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিপুল পোদ্দার পেয়েছেন মাত্র ৬৭টি ভোট| এছাড়াও উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তৃণমূলের দিলীপ দাস| ১১২৯টি ভোট পেয়েছেন তিনি| আগের পৌরনির্বাচনে কুপার্সে জয়লাভ করেছিল কংগ্রেস| সেবার কংগ্রেস ১১টি ওয়ার্ডে জিতেছিল| তৃণমূল জিতেছিল একটি ওয়ার্ডে| তবে বোর্ড গঠনের কয়েক মাস পরেই শিবির বদল করে তৃণমূলে যোগ দেন চেয়ারম্যান শিবু বায়েন সহ ১১ জন কাউন্সিলর| ফলে বোর্ড তৃণমূলের হাতে চলে যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *