BRAKING NEWS

বিদ্যুৎস্পৃষ্টে পৃথক স্থানে একজনের মৃত্যু, গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ছাওমনু, ১৬ আগস্ট৷৷ বিদ্যুতের ছোবলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নাবালক৷ তার নাম আমির হোসেন৷ বয়স ১৬ বছর৷ বাবার নাম মুধ্যবুল হোসেন৷ বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা৷ ঘটনা মঙ্গলবার দুপুরে বিশালগড়স্থিত হাসপাতালে সংলগ্ণ একটি গাড়ির গ্যারেজে৷ অন্যান্য দিনের মতো আমির এদিনও গ্যারেজে কাজ করতে আসে৷ ওয়েলডিং এর কাজে নিয়োজিত আমির৷ কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎপৃষ্ট হয়৷ সহকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ এখনো তার চিকিৎসা চলছে৷ প্রশ্ণ ওঠেছে গ্যারেজ মালিক সঞ্জয় দেবনাথের কর্মচারী নিয়োগ নিয়ে৷ কি করে সে নাবালক ছেলেকে শ্রমিকের কাজে নিযুক্ত রেখে বিপদজনক কাজ করাচ্ছে৷ এদিকে বিশালগড় শ্রম পরিদর্শক অফিসে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি৷
এদিকে, ধলাই জেলার ছামনুর কান্দিলা রোয়াজা পাড়ার বাগানবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঘরের মধ্যে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কর্ণমোহন ত্রিপুরা (২২) নামে এক যুবক৷ তাকে বাঁচাতে গিয়ে তার পরিবারের অন্য সদস্য ধনী ত্রিপুরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ যদিও ঘটনাস্থলেই মারা যায় কর্ণমোহন ত্রিপুরা৷ জানা গিয়েছে, ঐ এলাকায় হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে৷ আহত ধনী ত্রিপুরাকে কমলপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *