BRAKING NEWS

বন্যা দুর্গতদের ত্রাণ সরবরাহ নেতাজী প্লে ফোরামের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ প্রবল বর্ষনে ভয়াবহ বন্যা৷ হাওড়া নদীর পাশ্ববর্তী এলাকার বাড়িঘর জলের নিচে৷ শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছে শতশত পরিবার৷ তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল নেতাজী প্লে ফোরাম সেন্টার৷ রবিবার সকালে মানুষ মানুষের জন্য, এই ভাবনাকে পাথেয় করে জন সেবায় এগিয়ে গিয়েছে নেতাজী প্লে ফোরাম সেন্টার৷ বন্যা কবলিত মানুষজন আশ্রয় নিয়েছেশিবিরে৷ প্রশাসন তাদের পাশে থাকলেও সবার কাছে পরিষেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না৷ মানুষকে সাহায্যের মনোভাব নিয়ে শরনার্থী শিবিরে পৌঁছে পানীয় জল ঔষধ পত্র ও খাবার বিলি করল নেতাজী প্লে ফোরাম বিদ্যামন্দির সুকলে শরনার্থীদের৷ শিবিরে গিয়ে বিভিন্ন সামগ্রী তুলে দিলেন তারা৷ অন্যদিকে গাঙ্গাইল রোড স্থিত ফরেষ্ট অফিসে যে শরনার্থী শিবির রয়েছে সেখানে ও আশ্রিতদের মধ্যে ত্রাণ সামগ্রী সহ ঔষধ পত্র পৌঁছে দেয়া হয় নেতাজী প্লে ফোরামার সেন্টারের পক্ষ থেকে৷ ক্লাবের এই উদ্যোগের কথা তুলে ধরলের সভাপতি দিলীপ আচার্য্য৷ তাঁর মতে নেতাজী প্লে ফোরাম সেন্টার সর্বদাই মানুষের পাশে থেকে নানা রকম কাজ করে আসছে৷ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল৷ আগামী দিনেও তারা পাশে থাকবেন এটাই প্রত্যয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *