বন্যায় বিপর্যস্ত বিহার, উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও পাটনা, ১৪ আগস্ট (হি.স.): বন্যায় বিপর্যস্ত বিহারের বিভিন্ন প্রান্ত| লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| জলে ডুবে রয়েছে বিহারের বিভিন্ন রেল স্টেশন ও রেললাইন| বিহারের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিহার সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিহারের বিভিন্ন প্রান্তে বন্যা দুর্গতদের প্রতি আমার সমবেদনা| বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার| এছাড়াও বিহার সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে|বন্যা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছে বিহারের বিভিন্ন প্রান্তে| নেপালের ত্রাই অঞ্চল এবং সিমপাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহারের কৃষাণগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া এবং কাটিহার জেলায়| এছাড়াও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিহারের দারভাঙ্গা, মধুবনী, সীতামারহি, মাধেপুরা, সাহারসা, সুপৌল, পূর্ব এবং পশ্চিম চম্পারণ জেলা| কিষাণগঞ্জ, কাটিহার এবং আরারিয়া জেলার যোগবাণিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন রেল স্টেশন| রেললাইন ডুবে রয়েছে জলের তলায়| ফলস্বরূপ দুর্ভোগে পড়েছেন অসংখ্য সাধারণ যাত্রী| কারণ, রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ৮টি ট্রেন বাতিল করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *