BRAKING NEWS

বিজেপিতে বেনোজল

রাজ্য রাজনীতিতে যেন বেনোজলের আধিক্য পরিলক্ষিত হইতেছে৷ বর্তমানে রাজ্য জুড়িয়া বিজেপির রমরমা চলিতেছে৷ ফলে বেনোজলের প্রাবল্যও দেখা যাইতেছে৷ ফলশ্রুতিতে বিজেপির নেতৃত্বরা যেন অস্বস্তিতে পড়িয়াছে৷ অস্বীকার করা যাইবে না যে, বর্তমানে রাজ্য বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করিতেছে৷ প্রদেশ কংগ্রেস বর্তমানে দূর আকাশে ঠাঁই হইবার পথে৷ ইতিমধ্যে রাজ্য তৃণমূলের কিছুটা চটক দেখা গেলেও নব্য তৃণমূলীদের দাপটে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করিয়া গেরুয়া বসন পরিধান করিয়েছে৷ শুধু তাহা নহে, নব্য তৃণমূলীখ্যাত সুদীপ এন্ড কোং-রাও ঘাসফুল ছাড়িয়া পদ্ম হাতে তুলিয়া লইবার অপেক্ষায় রহিয়াছে৷ অন্যদিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও অশোক সিনহাও বিজেপিতে সামিল হইলেন৷ শুধু তাহাই নহে, কংগ্রেসের চানক্যখ্যাত বিধায়ক রতন লাল নাথও পদ্মবনে ঢুকিবার জন্য সময় ও সুযোগের অপেক্ষায় রহিয়াছে৷ এক সময়ের ধনপুরের প্রভাবশালী কংগ্রেস নেতা শাহ আলমও সম্প্রতি বিজেপিতে শামিল হইয়াছেন৷
কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থেকে নেতৃত্বরা যোগ দিতেছেন বিজেপিতে৷ সেই সাথে রহিয়াছে কর্মী ও সমর্থকদের বিজেপিতে যোগ দিবার হিড়িক৷ এবং ঠিক এই জায়গাতে বিজেপিতে তৈরী হইতেছে জটিলতা৷ দেখা দিয়াছে বেনোজলের আধিক্য৷ তাই তো বিজেপির সাধারণ সম্পাদক রামমাধব সম্প্রতি রাজ্য সফরে আসিয়া বিষয়টি উপলব্ধি করিতে পারিয়াছিলেন৷ হয়তোবা তাই তিনি বলিয়াছিলেন যে, বিজেপিতে যোগ দিবার অর্থ ইহা নহে যে, নির্বাচনে লড়াই করিবেন তাহা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক করিবেন৷ তাই রাজ্য বিজেপিতে লবিবাজি চলিবে না৷ সেই সাথে তিনি হুঁশিয়ার করিয়া দিয়া বলিয়াছেন যে, শর্ত আরোপ করিয়া কেউ যেন বিজেপিতে আসিবার চেষ্টা না করে৷
পোড় খাওয়া আরএসএসের প্রাক্তন নেতা রামমাধব রাজ্য সফরে আসিয়া এই বিষয়টি সম্যকভাবে উপলব্ধি করিতে পারিয়াছিলেন৷ কিন্তু, বেনোজলে বাঁধ দেওয়া যাইতেছে না৷ বিভিন্ন দল থেকে যাহারা আসিতেছেন তাহারা যে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হইয়া আসিতেছেন তাহা নহে৷ দীর্ঘ বছর তাহারা যেই দলে ছিলেন সেই দল হইতে তেমন কোনও সুযোগ সুবিধা না পাইয়া দলের প্রতি বীতশ্রদ্ধ হইয়া বিজেপিতে যোগ দিতেছেন৷ উদ্দেশ্য একটা৷ কিছু প্রাপ্তির আশা৷ এই প্রাপ্তির জন্য বিজেপিতে শামিল হইবার দৌঁড়ঝাপ শুরু হইয়াছে৷ নব্য বিজেপি নেতাদের একটা অংশ নির্বাচনে প্রার্থী হইবার জন্য গোপনে তদ্বির চালাইতেছেন৷ এদিকে পোড় খাওয়া বিজেপি নেতা ও কর্মীরাও সতর্ক৷ তারা নব্য বিজেপিদের অভিসন্ধি ভাল চোখে দেখিতেছেন না৷ তাই বিজেপির অন্দরমহল হইতে যেই খবর বাতাসে ভাসিতেছে তাহা কিন্তু সুখকর নহে৷ তাহা হইলো, নব্য বিজেপিদের যদি নির্বাচনে প্রার্থী করা না হয় তাহা হইলে তাহারা নির্দল হিসাবে প্রার্থী হইবে৷ তবে ইহাও সত্য যে, নব্য বিজেপি সমর্থকদের কয়েকজনকে বিজেপি নেতৃত্ব প্রার্থী করিবে৷ তাই এমন বেনোজলের বিষয়টি রাজ্য বিজেপির পোড় খাওয়া নেতারা ভাল চোখে দেখিতেছেন না৷ ইহার অর্থ হইল, রাজ্যে বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্য বিজেপিতেও বহিতেছে চোরাস্রোত৷ এই চোরাস্রোত সামাল দিতে না পারিলে রাজ্য বিজেপির রমরমা যে হাওয়ায় উড়িয়া যাইবে তাহা বলিবার অপেক্ষা রাখিতেছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *