BRAKING NEWS

বাঘমার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, নির্বিকার নিগম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ জুন৷৷ ৩০ নং বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ জমাতিয়া মন্ত্রি হওয়ার পর এলাকার লোকজনদের আশা ছিল জল বিদ্যুৎ রাস্তাঘাটের কোন সমস্যা থাকবেনা৷ ওই এসমস্ত এলাকায়৷ কিল্লা এলাকার তিল মরিয়া মলসম বাড়ি এলাকায় এক বছর যাবৎ বিদ্যুৎহিন অবস্থায় অপরে আছে৷ কারন তিনটে খুঁটি ভেঙ্গে যাওয়ার বিদ্যুৎ ছিন্ন গোটা গ্রাম৷ সারাইয়ের কোন উদ্যোগ নেই৷ কিল্লার দার্জিলিং পঞ্চায়েতের উপজাতি সম্প্রদায়ের জাতি গোষ্টির প্রতি মন্ত্রির এই অনিহা যেন দিনদিন বৃদ্ধি পাচ্ছে৷ এদিকে যুংবাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা থাকলেও অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন৷ কারন যুংবাড়ী, ভাইলাকবাড়ী, গুংবাইবাড়ী এই এলাকাগুলি জয় কিশোরের এলাকা বলে৷ যুংবাড়ীতে বিদ্যুৎ দেওয়ার খুটিগুলি তিনি জেনবাড়ী ভিলেজ কমিটি এলাকায় নিয়ে গেছেন৷ নেতার বাড়ীর সামনে বিশেষ সুবিধা দেওয়ার জন্য৷ আর তাতে যুংবাড়ী এলাকায় লোকজন প্রচন্দ ক্ষিপ্ত মন্ত্রীর উপর৷ এদিকে উত্তর বরমুড়া ভিলেজ কমিটির অন্তর্গত ভাইলাক বাড়ীতে মাস দেড়েক ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সরাইয়ের কোন উদ্যোগ নেই৷ ছোট গংরাই গ্রামে বিদ্যুতের খুঁটি তার ও ট্রান্সফরমার বসানো হলেও দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *