BRAKING NEWS

পূর্ব খুপিলংয়ে পানীয় জলের তীব্র সংকট, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ জুন৷৷ উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন পূর্ব খুপিলনংয়ের মনিশং পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ ওই এলাকায় পরিসৃকত পানীয় জল পৌঁছে দেওয়ার কোন উদ্যোগ নেই৷ এলাকায় শাসক দলীয় নেতা তথা কিল্লার ভাইস চেয়ারম্যান উক্ত সাধন কমতিয়ার কোন হেলদুল নেই৷ প্রায় ১০০ পরিবারের বাস ওই এলাকায়৷ ছড়া পাশের দূষিত এবং আবর্জনা যুক্ত বসবাস করে ওইসব পরিবারের লোকেরা জলবাহিত রোগ আক্রন্ত হবেন৷ বেশকিছু পরিবারের লোকজন আজ হাসপাতালে ভর্তি আছেন৷ ওই এলাকার লোকজন প্রায় দুকিমি দূর ফেলে খাওয়ার বাস সংগ্রহ করছেন৷ তাও আবার লোংরা আবর্জনা পান৷ অনেকে বৃষ্টিরজল বিভিন্ন পাত্রে রাখার চেষ্টা করেন৷ কিন্তু তাতে আর কতক্ষন৷ এখানে মনিশং বাড়ী সুকলে সহ আরো দুটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র আছে৷  সেখানেও শুধু মাত্র জলের অভাবে মাথায় মিডেমিল খাওয়ার রান্না করতে ভিষন সমস্যা হচ্চে৷ শুধু মাত্র পানীয়  জল এবং স্বাস্থ্য বিধি দপ্তরের এস ডি ও রাজেশ জমাতিয়ার কল্যানে৷ উনার মতো একজন এস ডিও ব্যক্তির রেখেছেন দপ্তর সেখানে সাধারন মানুষরা পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে৷ গ্রাম প্রধান রঘু জমাতিয়ার বক্তব্য হল রাজেশ জমাতিয়াকে কয়েকবার জানানোর হলেও রাজেশ তার চেয়ার ছেরে এলাকায় আসতে সংজোট বোধ করছেন৷ এমন পানীয় জলের জন্য বড়সর আন্দোলন সংগঠিত করা ছাড়া আর কোন পথ খোলানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *