BRAKING NEWS

দৃষ্টিহীন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চার দিনের জেল হেপাজতে, জারি রয়েছে বিক্ষোভ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ নরসিংগর দৃষ্টিহীন বিদ্যালয়ে ১৭ বছরের কিশোর রাকেশ শুক্ল দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধছে৷ পুলিশ শুক্রবার সুব্রত চৌধুরীকে গ্রেপ্তার করে শনিবার তাকে আদালতে হাজির করা হলে, তাকে চার দিনের জেল হেপাজতে পাঠানো হয়েছে৷ এয়ারপোর্ট থানা তদন্তে নেমে বেশ কিছু তথ্য খঁুজে পেয়েছে৷ এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, ওই কিশোর তার আবাসের সামনে বারান্দায় লোহার বিমে ফাঁসিতে ঝুলছিল৷ কিন্তু এটি আত্মহত্যা কিনা এনিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ তবে পুলিশ ব্রেইল পদ্ধতিতে লেখা মৃত কিশোরের একটি আত্মহত্যার নোট খুঁজে পয়েছে৷ তাতে ওই হোমের সুপার সুব্রত চৌধুরী এবং অধ্যক্ষা শুক্লা দেব রায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে৷ পুলিশ সংশ্লিষ্ট অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং প্রয়োজনে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে৷ এদিকে ত্রিপুরা ব্লাইন্ড কমিটি রাকেশ শুক্ল দাসের হত্যার অভিযোগ তুলে এয়ারপোর্ট থানার সামনে এদিন বিক্ষোভ প্রদর্শন করে৷ সংগঠনের তরফ থেকে ঘটনার পূর্নাঙ্গ দাবী জানানো হয়েছে৷
নরসিংগড় দৃষ্টিহীন সুকলের আবাসিক মেধাবী ছাত্র রাকেশের মৃত্যু ইস্যুতে পুলিশের তদন্ত বড়সড় প্রশ্ণ চিহ্ণের মুখে৷ মৃত্যুর নেপথ্যে পরিকল্পিত খুনের অভিযোগ তুলে আন্দোলনে গতকাল সরব হয়েছিল বিজেপি যুবমোর্চা এবং তৃণমূল ছাত্র পরিষদ৷ ঘটনায় ২৪ ঘন্টা কেকেট গেলেও পুলিশি তদন্ত নিয়ে সন্দীহান দৃষ্টিহীন রাজ্য কমিটি শনিবার আন্দোলনে নামে৷ দুপুর ১২ঃ৩০ মিনিটে নরসিংগড় থানার সামনে বিক্ষোভ, অবরোধ আন্দোলনে বসে সংগঠনের কর্মীরা৷ অভিযোগ, গোপন শক্তির মদতে থানা বাবুরা অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে৷ দৃষ্টিহীন ছাত্র সুকল বারান্দায় আত্মহত্যা করেছে মানতে নারাজ৷ দীর্ঘসময় ধরে থানার গেইটে তুমুল বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ দৃষ্টিহীন রাজ্য কমিটির কনভেনার রামু দেবনাথ অভিযোগ করেছেন মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমান সুইসাইড নোট৷ ব্রেইল পদ্ধতিতে লেখা সুইসাইড নোট থাকা সত্ত্বেও পুলিশ তদন্তের ভান করে গ্রেপ্তারে সাহস পাচেছনা৷ পুলিশকে লিখিতভাবে গ্রেপ্তার করতে অনীহার কারনের জন্য অবরোধ করে রাখেন থানার গেইট৷ তিনি অভিযোগ করেছেন, বঙ্কিম গোস্বামী, শম্ভু দেবনাথ এবং দৃষ্টিহীন স্কুলের অধ্যক্ষা শুক্লা দেব রায়কে গ্রেপ্তার করতে গড়িমসি করছে পুলিশ৷ সুষ্ঠ তদন্তের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে হুশিয়ারী দিয়েছে শ্রীদেবনাথ৷ অন্যদিকে, শনিবার সন্ধ্যায় মৃত রাকেশের বাড়ির সামনে থেকে মোমবাতি মিছিল নিয়ে সুষ্ঠ তদন্তের দাবী এবং আত্মার সদগতি কামনা করেন বিজেপি মন্ডল নেতৃত্ব৷ রাজ্য সম্পাদক তাপস মজুমদারের নেতৃত্বে মোমবাতি মিছিল এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷ তাপস বাবু অভিযোগ করেন, মানিক বাবুর রাজ্যে প্রতিবন্ধীরাও নিরাপদ নয়৷ ছাত্রবাসের দূর্নীতি ধামাচাপা দিতে সুষ্ঠ তদন্তের ক্ষেত্রে গড়িমসি বরদাস্থ করা হবেনা৷ রাকেশের সু-বিচারের জন্য বিজেপি বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে৷ মামলায় অভিযুক্তরা শাসক দলের সমর্থক হওয়ায় কোন গ্রেপ্তারের তদ্বিরতা নেই পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *