BRAKING NEWS

ঈদে নাশকতার ছক বানচাল, চিত্তরঞ্জন রোডে মসজিদের কাছে উদ্ধার তিনটি তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ঈদের প্রাকমূহূর্তে বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল শহর আগরতলা৷ গেদু

চিত্তরঞ্জন রোডে গেদু মিয়ার মসজিদের কাছে তিনটি তাজা বোমা উদ্ধার৷ ছবি নিজস্ব৷

মিয়ার মসজিদ থেকে কয়েক মিটার দূরত্বে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৩টি তাজা বোমা৷ গোয়েন্দা পুলিশ গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার নাকের ডগায় চিত্তরঞ্জন রোর্ডে ৩টি বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ বম্ব স্কোয়াডের কর্মীরা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়৷ ঈদের সময় বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল আশঙ্কা আরক্ষা প্রশাসনের৷ জনবহুল এলাকায় ব্যাগবন্দী করে বোমা ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে চাঞ্চল্য জনমনে৷ কৌতুহলী জনতা ভিড় জমায় চিত্তরঞ্জন রোডে৷ কড়া নিরাপত্তার বলয়ে বোম স্কোয়াডের বিশেষ টিম উদ্ধার করতে গিয়ে রীতিমতো কালঘাম ঝড়িয়েছে৷ প্রশ্ণ উঠছে কিভাবে মসজিদ সংলগ্ণ এলাকায় বোমা রাখার পর দুসৃকতী পালিয়ে গিয়েছে৷ জঙ্গী নাশকতার কোন রেড অ্যালার্টও জারি করেনি স্বরাষ্ট্র দপ্তর৷ শহরের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করতে বড়সড় নাশকতার ছক কষতে কোন জঙ্গী সংগঠন বোমা রেখেছে কোন তথ্য বের করতে পারেনি আরক্ষা প্রশাসন৷ বোম্ব স্কোয়াডের জনৈক আধিকারীক জানায়, বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে৷ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে নিস্ক্রিয় করা হয়েছে৷ দেশী বোমা বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের৷ ৩টি বোমা উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর৷ রাজ্য জুড়ে গোয়েন্দা পুলিশকে সতর্কতা জারি করা হয়েছে বলে আরক্ষা প্রশাসন সূত্রে খবর৷ শহরের অন্য কোন জায়গায় তাজা বোমা রাখা হয়েছে কিনা নাশকতা করতে চিরুনী  তল্লাশী শুরু করেছে গোয়েন্দা পুলিশের সিভিল কর্মীরা৷ ঈদকে সামনে রেখে মসজিদগুলির সামনে বাড়ানোর হয়েছে বাড়তি টহলদারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *