BRAKING NEWS

ফিলিপাইন্স-এর ল্যাগুনায় মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.৫

ল্যাগুনা (ফিলিপাইন্স), ২১ জুন (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্স-এর ল্যাগুনা প্রদেশ| রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতার ছিল ৪.৫| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ফিলিপাইন্স ইন্সটিটিউট অফ ভোলকানোলজি এবং সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯.১৮ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতা ভূকম্পনে কেঁপে ওঠে ল্যাগুনা| ভূমিকম্পের উত্সস্থল ছিল লস বানোস থেকে ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে|

মৃদু ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে সাত সকালে কম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *