BRAKING NEWS

পুরো ক্ষমতা এডিসিতে কার্যকর হচ্ছে না ঃ টিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ ষষ্ঠ তপশিল মোতাবেক ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদকে যে ক্ষমতা দেওয়া হচ্ছে তা পুরোটা কার্যকর হচ্ছে না রাজ্যে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই গুরুতর অভিযোগ আনে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন৷ সংগঠনের সম্পাদক জানান, এডিসি এলাকার উন্নয়নে গঠিত ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ সম্পূর্ণভাবে ব্যর্থ৷ ষষ্ঠ তপশিল মোতাবেক যে ক্ষমতা পরিষদকে দেওয়া হয়েছে তা কার্যকর হয়নি এরাজ্যে৷ তাঁর মতে, যদি ষষ্ঠ তপশিল মোতাবেক প্রদেয় ক্ষমতার কার্যকর হলে তাঁদের দাবির ৫০ শতাংশ পূরণ হতো৷ তিনি বলেন, ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতায়নের প্রশ্ণে এডিসি প্রশাসনের কি চিন্তাধারা তা জানতে  চাওয়া হয়েছিল৷ কিন্তু, এখনো পর্যন্ত কোন জবাব পাওয়া যায়নি এডিসি প্রশাসনের কাছ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *