BRAKING NEWS

গণধর্ষণের পর যুবতীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ যুবতীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানার অধীন গামাইছড়া এলাকায়৷ ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনার বিবরেেণ জানা গিয়েছে তুলামুড়া থানার অধীন কুকিছড়া এলাকার আঠার বছরের যুবতী বুধবার থেকে নিখোঁজ ছিল৷ বুধবার সকাল দশটায় থলিবাড়ী কুম্ভাছড়া এলাকায় বাবার সাথে দেখা করতে গিয়েছিল মেয়েটি৷ বাবা কুম্ভাছড়া এলাকায় জুমচাষ করতেন৷ মেয়ে বাবার সাথে দেখা করে ঘরের জন্য কিছু সব্জি নিয়ে বাইসাইকেল দিয়ে দুপুর বারোটায় বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ রাত নয়টা বেজে যাওয়ার পর বড় বোন বাবাকে ফোন করে জানায় বোন বাড়ি ফিরেনি৷ খোঁজাখুজি শুরু হয় চারিদিকে৷ কুম্ভাছড়া থেকে বাড়ী কুকিছড়া পর্যন্ত ফাড়ি পথ রয়েছে৷ প্রায় এক ঘন্টার রাস্তা৷ চারিদিকে রাবার বাগান৷ আর তার মাঝপথ দিয়ে গ্রামের রাস্তা থলিবাড়ী যাওয়ার৷ বৃহস্পতিবার সকাল থেকে সেই রাস্তাধরে খোঁজাখঁুজি করতে থাকেন পরিবারের লোকজন৷ হঠাৎই দেখতে পায় জঙ্গলে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ রাস্তার একপাশে জঙ্গলে পড়ে রয়েছে জুতো এবং বাইসাইকেল৷ খবর দেয়া হয় তৈবান্দাল পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ সেখানে পৌঁছে৷ খবর পেয়ে যায় উদয়পুর মহকুমা এবং সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারীকরাও৷ সনাক্ত করা হয় মৃতদেহটি৷
মৃতদেহ দেখে স্পষ্ট বোঝা যায় দুসৃকতীরা পাশবিকতা চরিতার্থ করছে তার উপর৷ গণধর্ষণ করার পর হত্যা করা হয়েছে৷ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ গলায় উড়না দিয়ে ফাঁস দেওয়া হয়৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেন এলাকার জন্য৷ দুপুর একটায় খবর পাওয়ার পর পুলিশ কোন তদন্ত না করেই মৃতদেহটি মর্গে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করে৷ তাতে বাধা দেয় এলাকার জনগণ৷ জনগণের বক্তব্য ঘটনার তদন্ত করা হোক৷ ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আনা হোক৷ কিন্তু, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারীক বাবুল দাস ঘটনাটি সাধারণ ভাবে নেওয়ার চেষ্টা করেন৷ যার ফলে এলাকার জনগণ বিজেপির উদয়পুর মহিলা মোর্চা সহ অন্যান্য নেতৃত্বের নজরে নেন বিষয়টি৷ খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ঘটনাস্থলে ছুটে যান৷ জনগণের দাবী মোতাবেক তদন্তে নামানো হয় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড৷ পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তদন্ত করতে গিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে পরেশ মুড়াসিংয়ের বাড়ী পর্যন্ত ঘুরে আসে৷ বিপ্লব দেব ঘটনার তীব্র নিন্দা করেন৷ আশ্বাস দেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে পুলিশ সঠিক অপরাধীকে সনাক্ত করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *